বিদ্যুৎমন্ত্রক
এনটিপিসি-র লেহ ও নতুনদিল্লিতে হাইড্রোজেন জ্বালানীর বাস ও গাড়ি প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান
Posted On:
26 APR 2020 2:42PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৬ এপ্রিল, ২০২০
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদক সংস্থা এনটিপিসি লিমিটেড হাইড্রোজেন জ্বালানীর ব্যাটারিযুক্ত ১০টি বৈদ্যুতিক বাস ও ১০টি বৈদ্যুতিক গাড়ির জন্য আন্ত্রজাতিক দরপত্র আহ্বান করেছে। এই যানগুলি লেহ ও দিল্লিতে ব্যবহৃত হবে। এনটিপিসি-র অধীনস্থ সংস্থা এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে এই দরপত্র আহ্বান করা হয়েছে।
পরিবেশ বান্ধব জ্বালানীর মাধ্যমে এই ধরণের উদ্যোগ দেশে এই প্রথম। নতুন ও পুণর্নবীকরণযোগ্য জ্বালানী মন্ত্রক এই প্রকল্পে সাহায্য করছে। হাইড্রোজেন ভিত্তিক জ্বালানীর গাড়ি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণের সমস্যার সমাধান করা যাবে।
এই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি গণপরিবহণে বিদ্যুৎ ব্যবহারের জন্য নানা পরিকাঠামো গড়ে তুলছে। দেশের ৯০টি শহরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক বাহনের চার্জিং-এর ব্যবস্থা করছে এবং বিভিন্ন রাজ্যে ও শহরে সরকারী পরিবহণ সংস্থাগুলিকে বৈদ্যুতিক বাস সরবরাহ করছে। এনটিপিসি ফরিদাবাদে তিন চাকার বৈদ্যুতিক বাহনের জন্য ব্যাটারি চার্জিং ও বদলানোর কেন্দ্র চালু করেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৈদ্যুতিক বাস চালানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এনটিপিসি-র আন্তর্জাতিক দরপত্রটি দেখতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://eprocurentpc.nic.in/nicgep/app?component=%24DirectLink&page=FrontEndViewTender&service=direct&session=T&sp=S9jKXObCbvSsD6XuLgJnFUA%3D%3D
এনটিপিসি-র হাইড্রোজেন ভিত্তিক জ্বালানী গাড়ির সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুনঃ-
https://eprocurentpc.nic.in/nicgep/app
CG/CB
(Release ID: 1618434)
Visitor Counter : 272