মানবসম্পদবিকাশমন্ত্রক

মাত্র ৩ দিনের মধ্যে ‘ভারত পড়ে অনলাইন’ প্রচারের মাধ্যমে ৩৭০০ টিরও বেশি পরামর্শ জমা পড়েছে

Posted On: 13 APR 2020 5:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ এপ্রিল, ২০২০

 



কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ ১০এপ্রিল নয়াদিল্লিতে দেশের অনলাইন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য জনসাধারণের কাছ থেকে পরিকল্পনা গ্রহণ করতে এক সপ্তাহব্যাপী ‘ভারত পড়ে অনলাইন’ শীর্ষক প্রচারাভিযান শুরু করেছিলেন।  খুব অল্প সময়ের মধ্যেই এই প্রচারটি সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে এবং মাত্র তিন দিনেই মন্ত্রকের 'ভারত পড়ে অনলাইন' শীর্ষক প্রচারাভিযানের জন্য ট্যুইটার এবং ই-মেইলে ৩৭০০ টিরও বেশি পরামর্শ জমা পরেছে। সাধারণ মানুষ এই উদ্যোগের প্রশংসা করছেন এবং অনলাইন শিক্ষার প্রচারের জন্য মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন। 
 


দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থার উন্নতিতে  মতামত সংগ্রহের জন্য ‘ভারত পড়ে অনলাইন ' শীর্ষক সপ্তাহ ব্যাপী প্রচার অভিযান চলছে।ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনায় অনলাইন শিক্ষা দানের ক্ষেত্রে সমস্যা দূর করতে বিশিষ্টজনেদের  মতামত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে সরাসরি ভাগ করে নিতেই এই প্রচার অভিযানের সূচনা করা হয়েছে। ভাবনা চিন্তা ভাগ করা যাবে bharatpadheonline.mhrd[at]gmail[dot]com এই ওয়েব সাইটে। # BharatPadheOnline এই ট্যুইটারটি আগামী ১৬ এপ্রিল থেকে ব্যবহার করাও যাবে।

 

 


CG/SS


(Release ID: 1614122) Visitor Counter : 131