প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
प्रविष्टि तिथि:
24 JAN 2026 8:50AM by PIB Kolkata
নয়াদিল্লিঃ ২৪ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের সমস্ত জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন, ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধিতে তাদের অমূল্য অবদানের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে ডবল-ইঞ্জিন সরকার এবং উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ মানুষের সক্রিয় অংশগ্রহণের সঙ্গে, উত্তরপ্রদেশ, গত নয় বছরে, একটি ‘অসুস্থ’ রাজ্য থেকে একটি অনুকরণীয় রাজ্যে তার যাত্রাকে রূপান্তরিত করেছে। রাজ্যের ভবিষ্যতের প্রতি আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন যে উত্তরপ্রদেশের অপার সম্ভাবনা দেশের অগ্রগতিকে গতিশীল এবং দূরদর্শী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এক্স-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেনঃ
"ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধিতে অমূল্য অবদান রাখা আমার উত্তরপ্রদেশের পরিবারের সকল সদস্যদের রাজ্যের প্রতিষ্ঠা দিবসে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন। আমাদের ডাবল-ইঞ্জিন সরকার এবং উন্নয়নের জন্য নিবেদিতপ্রাণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে, গত নয় বছরে আমাদের রাজ্য একটি অসুস্থ রাজ্য থেকে একটি ব্যতিক্রমী রাজ্যে রূপান্তরিত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের অগ্রগতি অব্যাহত রাখার জন্য উত্তরপ্রদেশের সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।"
SC/SB/DM
(रिलीज़ आईडी: 2218128)
आगंतुक पटल : 2