প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সাধারণতন্ত্র দিবস ২০২৬: রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ১৭টি এবং মন্ত্রক, দফতর ও বাহিনীর ১৩টি ট্যাবলো নিয়ে যাওয়া হবে কর্তব্য পথ দিয়ে

प्रविष्टि तिथि: 22 JAN 2026 4:39PM by PIB Kolkata

নতুন দিল্লি ২২  জানুয়ারি  ২০২৬

 


২৬ জানুয়ারি ২০২৬-এ ৭৭ তম সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজে নতুন দিল্লির কর্তব্য পথে চালানো হবে মোট ৩০টি ট্যাবলো- এরমধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ১৭টি এবং বিভিন্ন মন্ত্রক, দফতর ও বাহিনীর ১৩টি। ‘স্বতন্ত্রতা কা মন্ত্র: বন্দে মাতরম’ এবং ‘সমৃদ্ধি কা মন্ত্র: আত্মনির্ভর ভারত’ এই দুই মহান থিম নির্ভর ট্যাবলোগুলিতে প্রদর্শিত হবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম -এর ১৫০ বছর এবং সমৃদ্ধ ও প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর বিভিন্ন ক্ষেত্রে ক্রমশ বেড়ে চলা আত্মনির্ভরতার প্রতীক হিসেবে দেশের দ্রুত অগ্রগতির অভিনব মিশ্রণ। পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলা। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ট্যাবলোর থিম ভারত কথা: শ্রুতি, কৃতি, দৃষ্টি।

 


SC/AP/CS…


(रिलीज़ आईडी: 2217353) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Malayalam