প্রতিরক্ষামন্ত্রক
সাধারণতন্ত্র দিবস ২০২৬: কর্তব্য পথের প্যারেড দেখার জন্য আমন্ত্রিত প্রায় ১০,০০০ বিশেষ অতিথি
प्रविष्टि तिथि:
19 JAN 2026 2:30PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ জানুয়ারী ২০২৬
নতুন দিল্লির কর্তব্য পথে জানুয়ারি ২৬, ২০২৬ ৭৭ তম সাধারণতন্ত্র দিবসের প্যারেড দেখার জন্য বিভিন্ন ক্ষেত্রের প্রায় ১০,০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে কর্মসংস্থান, উদ্ভাবনা, গবেষণা, স্বনির্ভর গোষ্ঠীর প্রসারের ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে এমন মানুষজনেদের। জন অংশীদারিত্বের ধারণাকে আরও জোরদার করে তোলায় এরা দিশা দেখিয়েছেন।
এই ১০,০০০ বিশেষ আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন :
১) বিশ্ব অ্যাথলেটিক প্যারা চ্যাম্পিয়নশিপে পদক জয়ী
২) জৈব চাষে নিয়োজিত কৃষক
৩) ডালের ক্ষেত্রে আত্মনির্ভরতা অভিযানের আওতায় কর্মরত কৃষক
৪) পিএম মার্জিনালাইজড ইনডিভিজ্যুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ-এর আওতায় পুনর্বাসন প্রাপ্ত রূপান্তরকামী এবং ভিক্ষাজীবী
৫) ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় সুবিধাপ্রাপ্ত
৬) মাল্টিপারপাজ এআই টেকনিশিয়ন ইন রুর্যা ল ইন্ডিয়া- র আওতায় প্রশিক্ষিত কর্মী-যাঁরা কৃষকদের পশুপালন সংক্রান্ত কাজে সহায়তা করেন
৭)হাইড্রোজেন কিম্বা ইলেক্ট্রলাইজার উৎপাদনের ক্ষেত্রে যেসব সংস্থা জাতীয় গ্রীন হাইড্রোজেন মিশনের আওতায় সুবিধাপ্রাপ্ত সেইসব সংস্থার প্রধান
৮) গগনযান, চন্দ্রযানের মতো অভিযানে অংশগ্রহনকারী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ
৯) আইসোটোপ উৎপাদনের ক্ষেত্রে গবেষক
১০) ডিপ ওশান মিশনের গবেষক/ বিজ্ঞানী
১১) অটল ইনোভেশন মিশনের আওতায় কাজ করা কৃতী শিক্ষার্থী
১২) আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী
১৩) পিএম ধনধান্য কৃষি যোজনার আওতায় যেসব মহিলা পরিচালিত উৎপাদক গোষ্ঠী প্রশিক্ষণ ও ঋণ দিয়ে থাকে
১৪) খাদি বিকাশ যোজনার আওতায় কৃতী কারুশিল্পী
১৫) পিএম জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পের সুবিধা প্রাপক
১৬) জনজাতি গোষ্ঠীভুক্ত নাগরিকদের ক্ষমতায়নের কাজে নিয়োজিত আদি কর্মযোগী, আদি সহযোগী এবং আদি সাথী
১৭) অ্যানিম্যাল হাজবেন্ড্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফাণ্ডের আওতায় আর্থিক সহায়তা প্রাপ্ত
১৮) সেমিকন ইন্ডিয়া কর্মসূচির আওতায় থাকা ছোট সংস্থা
১৯) গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত ডিআরডিও-র বিজ্ঞানী
২০) বায়ো ইথ্রি পলিসির আওতায় কর্মরত বায়োটেক স্টার্ট আপ সংস্থার কর্ণধার
২১) স্বনির্ভর ভারত তহবিলের আওতায় সুবিধাপ্রাপ্ত যেসব ছোট সংস্থা ভালো কাজ করছে
২২) পিএম শ্রমযোগী মানধন যোজনার আওতায় পেনশন প্রাপ্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক
২৩) কৃষি বিপণন পরিকাঠামো তহবিলের আওতায় সহায়তা প্রাপ্ত কৃষক উৎপাদক সংস্থার প্রতিনিধি
২৪) প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনার আওতায় যেসব মহিলা, ভিন্ন ভাবে সক্ষম মানুষ, তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষ, কিম্বা প্রাক্তন সেনাকর্মী জনৌষধি কেন্দ্র খুলেছেন
২৫) যেসব ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাহকদের জিএসটি ২.০-র মাধ্যমে প্রাপ্ত সুবিধা গ্রাহকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন
২৬) উদ্ভাবনা, মহাকাশ প্রযুক্তি, কিম্বা চিকিৎসা ক্ষেত্রে কর্মরত স্টার্ট আপ
২৭) বীরগাথা প্রকল্পে সাফল্য অর্জনকারী
২৮) যেসব পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে ভালোভাবে পৌঁছেছে, সেখানকার পঞ্চায়েত প্রধান
২৯) পিএম আবাস যোজনা গ্রামীনের আওতায় যারা পাকা বাড়ি পেয়েছেন
৩০) প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে যেসব কৃষক উপযুক্তভাবে কাজে লাগিয়েছেন
৩১) মহিলা কয়ার যোজনার আওতায় প্রশিক্ষিত মহিলা কারুশিল্পী
৩২) মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০-র আওতায় কর্মরত দক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী
৩৩) পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি প্রকল্পের আওতায় সুবিধাপ্রাপ্ত পথবিক্রেতা
৩৪) উত্তর-পূর্বাঞ্চলের কৃতী কারুশিল্পী, ক্রীড়াবিদ, উদ্যোগপতি, সঙ্গীত ও নৃত্যশিল্পী
৩৫) পিএম মুদ্রা যোজনার আওতায় ঋণ সহায়তাপ্রাপ্ত মহিলা উদ্যোগপতি
৩৬) বিআরও-র আওতায় থাকা নির্মাণ কর্মী
৩৭) জাতীয় পরিচ্ছন্ন গঙ্গা অভিযানের আওতায় থাকা জল যোদ্ধা
৩৮) এনএমডিএফসি-র আওতায় সহায়তাপ্রাপ্ত
৩৯) পিএম ইন্টার্নশিপ প্রকল্পের আওতায় কৃতী শিক্ষানবিশ
৪০) ন্যাশনাল স্কুল ব্যান্ড প্রতিযোগিতায় সফল পড়ুয়া
৪১) এনডিএমএ-র দক্ষ কর্মী
৪২) সফল প্রাথমিক কৃষি ঋণদান সমিতি
৪৩) সফল মাই ভারত স্বেচ্ছাসেবক
৪৪) এনআরএলএম কিম্বা লাখপতি দিদি প্রকল্পের আওতায় সাফল্য অর্জনকারী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য
৪৫) পিএম বিশ্বকর্মা প্রকল্পের আওতায় থাকা দক্ষ কারুশিল্পী
৪৬) কর্তব্য ভবন নির্মাণের কাজে জড়িতরা
৪৭) জল জীবন মিশনের আওতায় গ্রামের যেসব পরিবারের সদস্যের বাড়িতে নল বাহিত জল সংযোগ পৌঁছেছে
৪৮) মেধাসত্ত্ব এবং সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী
৪৯) ‘মন কি বাত’-এ অংশগ্রহনকারী
৫০) এসইইডি-র আওতায় থাকা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য
৫১) ইয়ুথ এক্সচেঞ্চ কর্মসূচিতে অংশগ্রহনকারীরা
৫২) দ্বিতীয় বিশ্ব বৌদ্ধ শিখর সম্মেলন ২০২৬-এ অংশগ্রহনকারী সন্ন্যাসী
৫৩) মহাকাশ বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে আন্তর্জাতিক জুনিয়ার অলিম্পিয়াডে পদক জয়ী
এই বিশেষ আমন্ত্রিত অতিথিরা জাতীয় যুদ্ধ স্মারক, প্রধানমন্ত্রীর সংগ্রহালয় সহ দিল্লির বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ও করবেন তাঁরা।
SC/AB/CS…
(रिलीज़ आईडी: 2216141)
आगंतुक पटल : 10