PIB Headquarters
স্টার্টআপ ইন্ডিয়ার এক দশক
प्रविष्टि तिथि:
15 JAN 2026 2:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৬
মূল বিষয়সমূহ
ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ২ লক্ষেরও বেশি DPIIT স্বীকৃত স্টার্টআপ নিয়ে ভারত আজ বিশ্বের বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থাগুলির অন্যতম।
স্টার্টআপ ইন্ডিয়ার এক দশকে ব্যবসার ভাবনা থেকে শুরু করে অর্থের সংস্থান, মেন্টরশিপ ও সম্প্রসারণ সবক্ষেত্রেই সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
প্রায় ৫০% DPIIT-স্বীকৃত স্টার্টআপ এসেছে টিয়ার–২ ও টিয়ার–৩ শহর থেকে।
AIM 2.0 ইকোসিস্টেম ঘাটতি পূরণে নতুন উদ্যোগ পরীক্ষামূলকভাবে চালু করা এবং সফল মডেলগুলি সরকার, শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সঙ্গে মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে।
SVEP, ASPIRE ও PMEGP-এর মতো গ্রামীণ ও তৃণমূল স্তরের কর্মসূচি ক্ষুদ্র উদ্যোগ, মহিলা নেতৃত্বাধীন ব্যবসা এবং স্থানীয় কর্মসংস্থান তৈরি করছে।
অর্থনৈতিক উন্নয়নে স্টার্টআপের ভূমিকা
ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ২ লক্ষের বেশি স্টার্টআপ নিয়ে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ ব্যবস্থা গড়ে তুলেছে। বড় শহরগুলি এগিয়ে থাকলেও এখন প্রায় অর্ধেক স্টার্টআপ আসছে টিয়ার–২ ও টিয়ার–৩ শহর থেকে। স্টার্টআপগুলি উদ্ভাবন, কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অর্থনৈতিক উন্নয়নে স্টার্টআপের অনুপ্রেরণামূলক ভূমিকা
স্টার্টআপগুলি প্রযুক্তি, কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি এবং তৃণমূল স্তরের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কৃষি-প্রযুক্তি, টেলি-মেডিসিন, পর্যটন ও এডটেকের মাধ্যমে তারা গ্রাম ও শহরের ব্যবধান কমাচ্ছে। মহিলা নেতৃত্বাধীন স্টার্টআপের সংখ্যা দ্রুত বাড়ছে এবং ৪৫%-এর বেশি স্টার্টআপে অন্তত একজন মহিলা পরিচালক আছেন, যা সামাজিক সাম্য ও আঞ্চলিক ভারসাম্য গড়ে তুলছে।
স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ
DPIIT-এর নেতৃত্বে স্টার্টআপ ইন্ডিয়া একটি নীতিগত কাঠামো থেকে পূর্ণাঙ্গ সহায়তা প্রদানকারী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ২০১৪ সালে যেখানে মাত্র চারটি ইউনিকর্ন ছিল, সেখানে আজ ১২০-টিরও বেশি ইউনিকর্ন রয়েছে, যাদের সম্মিলিত মূল্য ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা আন্তর্জাতিক স্তরে ভারতের গুরুত্ব বৃদ্ধিতে সহায়তা করছে।
কর্মসংস্থান, উদ্ভাবন ও শিল্পে স্টার্টআপের ভূমিকা
স্টার্টআপ ভারতের যুবসমাজকে কাজে লাগিয়ে প্রযুক্তি, পরিষেবা, উৎপাদন ও গিগ-ওয়ার্ক ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করছে এবং বড় শিল্প সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করেছে। কৃষি-প্রযুক্তি ও পরিবেশবান্ধব পরিবহণে উদ্ভাবন অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে।
স্টার্টআপ ইন্ডিয়ার প্রধান কর্মসূচি
ফান্ড অফ ফান্ডস ফর স্টার্টআপস: SIDBI-এর মাধ্যমে ₹১০,০০০ কোটি টাকার তহবিল চালু করা হয়েছে; ১,৩৭০+ স্টার্টআপে ₹২৫,৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে।
ক্রেডিট গ্যারান্টি স্কিম: ₹৮০০ কোটি টাকার বেশি ঋণে গ্যারান্টি প্রদান করা হয়েছে।
সিড ফান্ড স্কিম: প্রাথমিক পর্যায়ের স্টার্টআপে ₹৯৪৫ কোটি টাকার সহায়তা করা হয়েছে।
স্টার্টআপ ইন্ডিয়া হাব: ডিজিটাল মঞ্চ যেটি স্টার্টআপ, বিনিয়োগকারী ও মেন্টরদের সংযুক্ত করে চলেছে।
স্টার্টআপ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া কর্মসূচি
স্টেটস স্টার্টআপ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক: এই কাঠামো রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে।
জাতীয় পথপ্রদর্শক MAARG পোর্টাল: এই পোর্টাল দেশজুড়ে মেন্টরদের সঙ্গে স্টার্টআপকে সংযুক্ত করতে সাহায্য করছে।
ইনভেস্টর কানেক্ট পোর্টাল: এই পোর্টাল একক ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগকারী ও স্টার্টআপকে সংযুক্ত করতে সাহায্য করছে।
অটল ইনোভেশন মিশন (AIM)
২০১৬ সালে শুরু হওয়া AIM স্কুল বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ ও শিল্পক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করছে। ₹২,৭৫০ কোটি টাকার সহায়তায় ১০,০০০-এর বেশি অটল টিঙ্কারিং ল্যাব গড়ে উঠেছে। AIM 2.0 এর সফল মডেল স্টার্টআপের প্রসারের পাশাপাশি, ঘাটতি পূরণে কাজ করে চলেছে।
ডিপ-টেক ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ স্থাপনে প্রদত্ত সহায়তা
GENESIS, MeitY স্টার্টআপ হাব ও TIDE 2.0 ডিপ-টেক ও আইসিটি স্টার্টআপগুলিকে এগিয়ে নিয়ে আসছে। MeitY-এর অধীনে ৬,১৪৮-টির বেশি স্টার্টআপ ও ৫১৭-টি ইনকিউবেটর সহায়তা পাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাবন – NIDHI
NIDHI ১২,০০০-এর বেশি স্টার্টআপ ও ১.৩ লক্ষের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। এটি ভাবনা থেকে অ্যাক্সিলারেটর পর্যায় পর্যন্ত অর্থের সংস্থান করে এবং টিয়ার–২ ও টিয়ার–৩ শহরের উদ্যোক্তাদের উৎসাহিত করে।
গ্রামীণ ও তৃণমূল স্তরের উদ্যোগ
Startup Village Entrepreneurship Prigramme (SVEP): ৩.৭৪ লক্ষ গ্রামীণ উদ্যোগকে সহায়তা করেছে।
ASPIRE: গ্রামে এবং বিঞ্চত বা অবহেলিত এলাকায় উদ্ভাবন ও উদ্যোগশীলতায় সহায়তা করছে।
PMEGP: বিশেষ শ্রেণীর ভোক্তাদের জন্য ৩৫% পর্যন্ত ভর্তুকি প্রদানের সুব্যবস্থা রয়েছে। এই শ্রেণীর মানুষের মধ্যে রয়েছেতপশিলী জাতি ও উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানোষজন, সংখ্যালঘু শ্রেণীর মানুষ, মহিলা, দিব্যাঙ্গজন, রূপান্তরকামী মানুষজন প্রভৃতি।
এই প্রকল্পগুলি গ্রাম ও ছোট শহরের অর্থনীতিকে শক্তিশালী করছে।
ভবিষ্যতের দিশা
ভারতের স্টার্টআপ ব্যবস্থা এখন দ্রুত বৃদ্ধির পাশাপাশি, সুস্থায়ী সম্প্রসারণের পথে এগিয়ে চলেছে। ডিজিটাল পরিকাটা মো, সংস্কার ও যুবশক্তির উপর ভর করে স্টার্টআপ বিকশিত ভারত ২০৪৭-এর পথে প্রধান চালিকাশক্তি হতে চলেছে। তারা আজ ভবিষ্যৎ-প্রস্তুত, উদ্ভাবন-নির্ভর ভারতের প্রতীক।
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098452®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038380®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201280®=3&lang=1
https://www.startupindia.gov.in/content/sih/en/startup-scheme.html
AU4149_fl3i6c.pdf
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1895966®=3&lang=2
https://investorconnect.startupindia.gov.in/
https://www.startupindia.gov.in/srf/
AU1507_iPkDqy.pdf
AU4149_fl3i6c.pdf
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
https://aim.gov.in/pdf/ATL-Guidebook.pdf
Ministry Of Electronics & Information Technology
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU2240_79NBJo.pdf?source=pqals
https://msh.meity.gov.in/schemes/tide
https://msh.meity.gov.in/
Ministry of Science & Technology
https://nidhi.dst.gov.in/nidhieir/
https://nidhi.dst.gov.in/schemes-programmes/nidhiprayas/
https://nidhi.dst.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170134®=3&lang=2
NIDHI- Seed Support System (NIDHI-SSS) | India Science, Technology & Innovation - ISTI Portal
Ministry of Rural Development
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081567®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2146872®=3&lang=2
Ministry of Micro, Small & Medium Enterprises
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204536®=3&lang=1
https://aspire.msme.gov.in/ASPIRE/AFHome.aspx
https://www.nimsme.gov.in/about-scheme/a-scheme-for-promotion-of-innovation-rural-industries-and-entrepreneurship-aspire-
Ministry of Home Affairs
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170168®=3&lang=2#:~:text=Similarly%2C%20the%20number%20of%20unicorn,harnessed%20to%20create%20unicorn%20startups
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176932®=3&lang=2
Ministry of Skill Development & Entrepreneurship
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038380®=3&lang=2
Press Information Bureau
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155121&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=149260®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154840&ModuleId=3®=3&lang=2
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc2025619572801.pdf
NITI Aayog
https://aim.gov.in/atl.php
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077102®=3&lang=2
IBEF
https://www.ibef.org/blogs/the-role-of-startups-in-india-s-economic-growth
https://www.ibef.org/economy/foreign-direct-investment
https://www.ibef.org/blogs/the-role-of-startups-in-india-s-economic-growth
SIDBI
https://www.sidbivcf.in/en/funds/ffs
Click here for pdf file.
******************
SSS/PK
(रिलीज़ आईडी: 2215328)
आगंतुक पटल : 5