প্রধানমন্ত্রীরদপ্তর
সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনে তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
15 JAN 2026 10:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সংসদ ভবনের সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসার (সিএসপিওসি)-দের ২৮তম সম্মেলনে তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিয়েছেন।
এক্স-এ এক পৃথক পোস্টে শ্রী মোদী বলেছেন :
“নতুন দিল্লিতে কমনওয়েলথ দেশগুলির অধ্যক্ষ এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের মাধ্যমে ভারতের গণতান্ত্রিক পরম্পরাকে বিশ্বের মঞ্চে তুলে ধরা এক অবিস্মরণীয় অনুভূতি।”
“গণতান্ত্রিক চেতনা আমাদের নানা বর্ণ, আমাদের মন এবং আমাদের সংস্কারের সঙ্গে গণতন্ত্রকে একাকার হয়ে গিয়েছে।”
“আজ যখন গোটা দুনিয়ায় অভূতপূর্ব পরিবর্তনের দৌড় চলছে, তখন ভারত প্রতিটি মঞ্চে গ্লোবাল সাউথ-এর কল্যাণে জোরদার প্রয়াস চালাচ্ছে।”
SC/MP/DM
(रिलीज़ आईडी: 2215245)
आगंतुक पटल : 2