ভারী শিল্প মন্ত্রক
সালতামামি-২০২৫: ভারি শিল্প মন্ত্রক
प्रविष्टि तिथि:
13 JAN 2026 11:04AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৬
ফেলে আসা বছরে ভারি শিল্প মন্ত্রকের প্রধান উদ্যোগ/সাফল্যগুলি হল –
অটোমোবাইল ও অটো সরঞ্জাম শিল্পের জন্য উৎপাদনভিত্তিক উৎসাহদান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর জন্য মোট বাজেট বরাদ্দ ছিল ২৫,৯৩৮ কোটি টাকা। এর লক্ষ্য হল অত্যাধুনিক অটোমোটিভ প্রযুক্তিতে ভারতের উৎপাদন ক্ষমতা বাড়ানো, উৎপাদন ব্যয় হ্রাস এবং এক শক্তিশালী সরবরাহশৃঙ্খল গড়ে তোলা। ২০২৩-২৪ থেকে ২০২৭-২৮ আর্থিক বছরের জন্য অনুমোদিত এই প্রকল্পে ইলেক্ট্রিক যানবাহন এবং হাইড্রোজেন ফুয়েল সেল উপাদানের জন্য ১৩-১৮% এবং অন্যান্য উৎপাদনের জন্য ৮-১৩% আর্থিক সহায়তা করা হচ্ছে। ৮২টি আবেদন অনুমোদিত হয়। আনুমানিক বিনিয়োগের পরিমাণ ৪২,৫০০ কোটি টাকা। এর জেরে বিক্রির পরিমাণ ২,৩১,৫০০ কোটি টাকা বাড়বে এবং ৫ বছরে ১.৪৮ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।
১০,৯০০ কোটি টাকা বরাদ্দ নিয়ে ২৯.০৯.২০২৪ তারিখে পিএম ই-ড্রাইভ প্রকল্পের সূচনা হয়। প্রাথমিকভাবে ২ বছরের জন্য অর্থাৎ ০১.০৪.২০২৪ থেকে ৩১.০৩.২০২৬ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে বলে জানানো হয়েছিল। পরে, ভারি শিল্প মন্ত্রক এর মেয়াদ ৩১.০৩.২০২৮ পর্যন্ত বাড়িয়েছে। তবে, e-2W এবং e-3W –এর ক্ষেত্রে প্রকল্পের সময়সীমা ৩১.০৩.২০২৬ –এই শেষ হয়ে যাবে। এই প্রকল্পের লক্ষ্য হল ইলেক্ট্রিক যানবাহনের উৎসাহ দেওয়া, ইলেক্ট্রিক যানবাহনের চার্জিং পরিকাঠামো গড়ে তোলা এবং দেশে ইলেক্ট্রিক যানবাহন উৎপাদনের পরিমণ্ডল গড়ে তোলা।
৩১.০৩.২০২৫ পর্যন্ত এই প্রকল্পের আওতায় ২১,৩৬,৩০৫টি ইলেক্ট্রিক যানবাহনের জন্য ১৭০৩.৩২ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। দিল্লি, আহমেদাবাদ, সুরাট, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু – এই পাঁচটি মহানগরের জন্য প্রথম পর্যায়ে ১০,৯০০টি ই-বাস –এর দরপত্র আহ্বান করা হয়েছে। ই-ট্রাক, ই-ভিপিসিএস এবং পরীক্ষা করার এজেন্সিগুলির উন্নয়নের নির্দেশিকা জারি করা হয়েছে। ইলেক্ট্রিক যাত্রিবাহী যানবাহনের উৎপাদনে উৎসাহ দিতে ভারি শিল্প মন্ত্রক ২০২৪ সালের ১৫ মার্চ একটি প্রকল্প জারি করে। এর আওতায় আবেদনকারীকে তিন বছরের জন্য ন্যূনতম ৪,১৫০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। আবেদনকারী ভর্তুকিযুক্ত সীমাশুল্কে নির্দিষ্ট সংখ্যক e-4W আমদানি করতে পারবেন। তবে, এর সংখ্যা বছরে ৮,০০০-এর বেশি হবে না।
পিএম ই-বাস সেবা – অর্থ প্রদান সুরক্ষা ব্যবস্থাপনা প্রকল্প – ২০২৪ সালের ২৮ অক্টোবর ৩,৪৩৫.৩৩ কোটি টাকা বরাদ্দের এই প্রকল্পের সূচনা হয়। এর লক্ষ্য হল ই-বাস কেনার ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের দেয় ভর্তুকি সুনিশ্চিত করা। এর আওতায় ৩৮,০০০-এরও বেশি ই-বাসকে ১২ বছরের জন্য আনা হয়েছে। ৯০ দিনের মধ্যে অর্থ প্রদানের সংস্থান রয়েছে। ২০২৫ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত ১৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পের আওতায় বাধ্যতামূলক ডিরেক্ট ডেবিট ম্যান্ডেট জমা দিয়েছে।
আধুনিক কেমিস্ট্রি সেল ব্যাটারি মজুতের জন্য মন্ত্রকের উদ্যোগে একটি উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প চালু করা হয়েছে। এর জন্য মোট বরাদ্দ হয়েছে ১৮,১০০ কোটি টাকা।
ভারতের মূলধনি দ্রব্যের বাজারে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারি শিল্প মন্ত্রক ২০২২ সালের ২৫ জানুয়ারি একটি প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে। এর জন্য মোট ১,২০৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৯৭৫ কোটি টাকা এসেছে বাজেট থেকে। বাকি ২৩২ কোটি টাকা শিল্প মহলের অবদান। এই প্রকল্পের লক্ষ্য হল প্রযুক্তি উদ্ভাবনী পোর্টালের মাধ্যমে উদীয়মান প্রযুক্তি চিহ্নিত করা, চারটি অত্যাধুনিক উৎকর্ষ কেন্দ্র স্থাপন এবং বর্তমান উৎকর্ষ কেন্দ্রগুলির আধুনিকীকরণ, মুলধনী দ্রব্য ক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি, চারটি নতুন কমন ইঞ্জিনিয়ারিং ফেসিলিটি সেন্টার স্থাপন, বর্তমান পরীক্ষা ও শংসাপত্র কেন্দ্রগুলির আধুনিকীকরণ এবং প্রযুক্তি উন্নয়নে ১০টি ইন্ডাস্ট্রি অ্যাক্সিলারেটর স্থাপন।
এছাড়া মন্ত্রকের উদ্যোগে ২৫.১১.২০২৫ তারিকে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ব্যাটারি স্টোরেজ ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে একটি গোলটেবিল আলোচনাচক্রের আয়োজন করা হয়। ই-যানবাহন প্রযুক্তি নিয়ে বিজ্ঞান ভবনে আয়োজিত হয় চিন্তন শিবির। কেন্দ্রীয় ভারি শিল্প প্রতিমন্ত্রী শ্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা মন্ত্রকের হিন্দি সাময়িক পত্র উদ্যোগ ভারতীর দ্বিতীয় সংস্করণের আনুষ্ঠানিক প্রকাশ করেন।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214039®=3&lang=1
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2214139)
आगंतुक पटल : 7