উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন

प्रविष्टि तिथि: 12 JAN 2026 11:05AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জানুয়ারি, ২০২৬

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন ভারতের আধ্যাত্মিক জগতের অন্যতম ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মদিনে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। নতুন দিল্লিতে ভাইস প্রেসিডেন্টস এনক্লেভ-এ উপ-রাষ্ট্রপতি এই শ্রদ্ধা নিবেদন করেন। আজকের দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে।

স্বামী বিবেকানন্দ সম্পর্কে সামাজিক মাধ্যমে এক বার্তায় উপ-রাষ্ট্রপতি বলেছেন, স্বামীজির জীবন ও শিক্ষা অভ্যন্তরীণ শক্তি, শৃঙ্খলাপরায়ণতা এবং নিঃস্বার্থ সেবাকে যথাযথ জীবনের অন্যতম স্তম্ভ হিসেবে আমাদের বিবেচনা করতে শেখায়। ভারতীয় সভ্যতার থেকে প্রাপ্ত জ্ঞান তিনি সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ জাতীয় গৌরবকে জাগ্রত করেছেন এবং যুব সম্প্রদায়কে দেশের প্রগতির জন্য কাজ করতে আত্মবিশ্বাস যুগিয়েছেন।

উপ-রাষ্ট্রপতি বলেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে। 

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2213660) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Punjabi , Gujarati , Tamil , Malayalam