PIB Headquarters
azadi ka amrit mahotsav

জাতীয় যুব দিবস ২০২৬

प्रविष्टि तिथि: 11 JAN 2026 4:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২৬

 

মূল বিষয়বস্তু

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: মাই ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (এনএসএস)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক স্তরে স্বেচ্ছাসেবামূলক কাজ, নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণকে সক্রিয় করছে।

শিক্ষা থেকে কর্মসংস্থানের সংযোগ: স্কিল ইন্ডিয়া, পিএমকেভিওয়াই, পিএম-সেতু, অগ্নিপথ ও স্টার্টআপ ইন্ডিয়া-সহ একাধিক প্রধান উদ্যোগ দক্ষতা অর্জন থেকে চাকরি ও উদ্যোক্তা হওয়ার পথকে আরও সুদৃঢ় করছে।

স্বাস্থ্য ও কল্যাণে গুরুত্ব: ফিট ইন্ডিয়া, আরকেএসকে এবং কাশী ঘোষণার মতো কর্মসূচি যুবদের শারীরিক সক্ষমতা, মানসিক স্বাস্থ্য ও মাদকমুক্ত জীবনের উপর সমন্বিত গুরুত্ব আরোপ করছে।

ভূমিকা

প্রতি বছর ১২ জানুয়ারি পালিত জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে স্মরণ করে। চরিত্রগঠন, সাহস ও জাতি নির্মাণ সম্পর্কে তাঁর চিন্তাধারা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। জাতীয় যুব দিবস কেবল একটি স্মরণোৎসব নয়; এটি ভারতের যুবসমাজের আকাঙ্ক্ষা, শক্তি ও দায়িত্ব নিয়ে আত্মসমালোচনার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যাঁরা বিকশিত ভারত @২০৪৭-এর পথে দেশের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি।

যুব অংশগ্রহণ, নেতৃত্ব ও নাগরিক অংশগ্রহণ

মেরা যুব ভারত (MY Bharat)

মেরা যুব ভারত (MY Bharat) যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি একটি জাতীয়, প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম হিসেবে যুবদের স্বেচ্ছাসেবামূলক কাজ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নের সুযোগের সঙ্গে যুক্ত করে।

MY Bharat মোবাইল অ্যাপ (উদ্বোধন: অক্টোবর ২০২৫)

যুব সংযোগ ব্যবস্থাকে আরও সহজলভ্য ও মোবাইল-কেন্দ্রিক করতে ২০২৫-এর ১ অক্টোবর  MY Bharat মোবাইল অ্যাপ চালু হয়। বহুভাষিক সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত চ্যাটবট, ভয়েস-সহায়িত ন্যাভিগেশন এবং স্মার্ট সিভি বিল্ডার - এই সব বৈশিষ্ট্যের মাধ্যমে যুবরা চলমান অবস্থাতেই সুযোগ পেতে ও যাচাইকৃত ডিজিটাল প্রোফাইল গড়ে তুলতে পারেন।

MY Bharat ২.০

২০২৫-এর ৩০ জুন নয়াদিল্লিতে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক (MYAS), ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC) ও বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের মধ্যে MY Bharat ২.০ প্ল্যাটফর্ম উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য যুবদের ডিজিটাল সম্পৃক্ততা আরও শক্তিশালী করা।

জাতীয় সেবা যোজনা (NSS)

জাতীয় সেবা যোজনা যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন একটি কর্মসূচি, যার উদ্দেশ্য সমাজসেবার মাধ্যমে ছাত্র যুবদের সামাজিক সচেতনতা জাগ্রত করা এবং সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করা।

বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ (VBYLD)

জাতীয় যুব উৎসব থেকে পুনর্গঠিত বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ (VBYLD) যুবনেতৃত্বাধীন ভাবনা ও সমাধানের একটি জাতীয় মঞ্চ। এর দ্বিতীয় সংস্করণ ৯–১২ জানুয়ারি ২০২৬-এ নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩,০০০ অংশগ্রহণকারী থাকবেন, যার মধ্যে বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাক থেকে ১,৫০০ জন, সাংস্কৃতিক ও নকশা ট্র্যাক থেকে ১,০০০ জন, ১০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং ৪০০ জন বিশেষ অতিথি।

অগ্নিপথ প্রকল্প

২০২২-এর ১৫ জুন চালু হওয়া অগ্নিপথ প্রকল্পের আওতায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীকে চার বছরের জন্য তিন বাহিনীর ‘অফিসার পদমর্যাদার নিচে’ নিয়োগ করা হয়। ১৭–২১ বছর বয়সী তরুণদের চার বছরের সামরিক পরিষেবায় যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ।

পিএম-সেতু (PM-SETU)

২০২৫-এর অক্টোবরে চালু হওয়া প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইস (PM-SETU) একটি কেন্দ্র-পুষ্ট প্রধান কর্মসূচি, যার লক্ষ্য শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে আধুনিকীকরণ করে বিশ্বমানের শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা প্রশিক্ষণ প্রদান।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন

ভারত সরকার কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, শংসাপত্রপ্রদান ও শিল্প অংশীদারিত্বের মাধ্যমে দক্ষতার ঘাটতি পূরণ ও যুব কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে একাধিক সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করেছে।

স্কিল ইন্ডিয়া মিশন

২০১৫-র ১৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবসে সূচিত স্কিল ইন্ডিয়া মিশন (SIM) বিভিন্ন প্রকল্পের আওতায় দক্ষতা অর্জন, পুনর্দক্ষতা ও উন্নত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে, যার মধ্যে পিএমকেভিওয়াই, জন শিক্ষণ সংস্থান, জাতীয় শিক্ষানবিশ উন্নয়ন প্রকল্প এবং আইটিআই-এর কারিগর প্রশিক্ষণ প্রকল্প উল্লেখযোগ্য।

 

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)

২০১৫-র ১৫ জুলাই চালু হওয়া PMKVY যুবদের জন্য স্বল্পমেয়াদী দক্ষতা প্রশিক্ষণ, পুনর্দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (RPL) প্রদানের মাধ্যমে দেশের স্বল্পমেয়াদী দক্ষতা উন্নয়ন ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করছে।

জন শিক্ষণ সংস্থান (JSS)

১৯৬৭ সালে শ্রমিক বিদ্যাপীঠ নামে সূচিত এই প্রকল্পটি অলাভজনক সংস্থার মাধ্যমে উপকারভোগীর দোরগোড়ায় অনুষ্ঠান বহির্ভূত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে, যা সম্পূর্ণভাবে কেন্দ্রের অনুদানে পরিচালিত।

জাতীয় শিক্ষানবিশ উন্নয়ন প্রকল্প (NAPS)

আগস্ট ২০১৬-এ চালু এই প্রকল্প শিক্ষানবিশ ভাতা প্রদানে আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষানবিশ প্রশিক্ষণকে উৎসাহিত করে। দ্বিতীয় পর্যায়ে সরকার ন্যূনতম নির্ধারিত ভাতার সর্বোচ্চ ২৫ শতাংশ বা মাসে ₹১,৫০০ পর্যন্ত সহায়তা দেয়।

গ্রামীণ স্বনিযুক্তি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (RSETI)

জানুয়ারি ২০০৯-এ চালু এই কর্মসূচি গ্রামীণ যুবকদের জন্য বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর সহায়তা ও ঋণ সংযোগের মাধ্যমে উদ্যোক্তাকে উৎসাহিত করে।

উদ্যোপতি ও অর্থনৈতিক অগ্রগতি

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা

২০২৫-এর ১৫ আগস্ট  প্রধানমন্ত্রী ₹১ লক্ষ কোটি বরাদ্দসহ এই যোজনার ঘোষণা করেন।

স্টার্টআপ ইন্ডিয়া

২০১৬-র ১৬ জানুয়ারি চালু স্টার্টআপ ইন্ডিয়া উদ্ভাবন ও উদ্যোক্তাকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকারের একটি প্রধান উদ্যোগ।

স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম (SISFS)

এপ্রিল ২০২১ থেকে কার্যকর এই প্রকল্প প্রাথমিক পর্যায়ের স্টার্টআপের পুঁজি ঘাটতি পূরণে নিবেদিত।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)

২০২৫-এর ৮ এপ্রিল PMMY-এর ১০ বছর পূর্তি হয়। এই যোজনা ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগকে জামানতবিহীন ঋণের মাধ্যমে অর্থায়নের লক্ষ্য নিয়ে পরিচালিত।

স্বাস্থ্য ও ফিটনেস

একটি সুস্থ যুবসমাজই দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা, জাতীয় অগ্রগতি ও সামাজিক সংহতির ভিত্তি।

ফিট ইন্ডিয়া মিশন

২০১৯-এর ২৯ আগস্ট সূচিত এই মিশনের লক্ষ্য দৈনন্দিন জীবনে ফিটনেসকে অভ্যাসে পরিণত করা।

যুব আধ্যাত্মিক সম্মেলন ও কাশী ঘোষণা

মানসিক স্বাস্থ্য, কল্যাণ ও মাদকমুক্ত জীবনের উপর গুরুত্ব আরোপ করে।

রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম (RKSK)

২০১৪ সালের ৭ জানুয়ারি চালু এই কর্মসূচি ১০–১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের সামগ্রিক স্বাস্থ্য চাহিদা পূরণে নিবেদিত।

উপসংহার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বার্তা স্পষ্ট - নীতির পাশাপাশি, যুবকদের শক্তি, উদ্ভাবন ও অঙ্গীকারই দেশের ভবিষ্যৎ গড়ছে। শ্রেণীকক্ষ থেকে স্টার্টআপ, গ্রাম থেকে সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবামূলক নেটওয়ার্ক - সব ক্ষেত্রেই যুবরা জাতীয় রূপান্তরের সক্রিয় অংশীদার।

MY Bharat-এর মতো মঞ্চ, NSS-এর মতো সেবামূলক উদ্যোগ, বৃহৎ পরিসরের দক্ষতা উন্নয়ন ও লক্ষ্যভিত্তিক উদ্যোক্তা সহায়তার মাধ্যমে সরকার যুবাদের উদ্দেশ্যনিষ্ঠ নেতৃত্বে সক্ষম করে তুলছে। মানসিক স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা ও সামাজিক কল্যাণে সমান গুরুত্ব এই যাত্রাকে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক করছে।

স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় যুব দিবস স্মরণ করিয়ে দেয় - জাতি গঠনের শুরু চরিত্র, আত্মবিশ্বাস ও সম্মিলিত কর্মে। ২০৪৭-এর পথে এগিয়ে চলা ভারতে, যুবসমাজ কেবল ভবিষ্যতের উত্তরাধিকারী নয়, তারাই ভবিষ্যতের স্থপতি।

তথ্যসূত্র

https://www.niti.gov.in/sites/default/files/2025-04/Working%20Paper%20on%20Strategic%20Imperatives_04042025_NEW.pdf

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1795442

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140894

https://nss.gov.in/about-us-

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154537&ModuleId=3

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154880&ModuleId=3

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154880&ModuleId=3

https://www.msde.gov.in/offerings/schemes-and-services/details/jan-shikshan-sansthan-jss-cjM4ATMtQWa

https://yas.gov.in/sites/default/files/Draft%20NYP-2025.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184456&reg=3&lang=2 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197018&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200500&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212609&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174394&utm_source=chatgpt.com&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200373&reg=3&lang=1 

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2100845&reg=3&lang=2#:~:text=The%20Union%20Cabinet%20has%20approved%20the%20continuation,(PM%2DNAPS)%20*%20Jan%20Shikshan%20Sansthan%20(JSS)%20Scheme

https://www.mygov.in/campaigns/fit-india/

Click here to see in pdf


*****

SSS/SS


(रिलीज़ आईडी: 2213618) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil