স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ

प्रविष्टि तिथि: 08 JAN 2026 9:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ জানুয়ারি, ২০২৬

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে পৌরোহিত্য করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব শ্রী মনোজ সিনহা, গোয়েন্দা বিভাগের অধিকর্তা, জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশক প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। 

অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করে শ্রী শাহ বলেন, মোদী সরকারের ধারাবাহিক সুসমন্বিত প্রয়াসে জম্মু-কাশ্মীরের সন্ত্রাস পরিমণ্ডল ভেঙে পড়েছে।

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা সুদৃঢ় করায় নিরাপত্তা সংস্থাগুলির ভূমিকার প্রশংসা করেন শ্রী শাহ। সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস এবং সন্ত্রাসে অর্থের যোগান বন্ধ করার লক্ষ্যে মিশন মোডে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সব নিরাপত্তা সংস্থাকে সতর্ক থেকে সুসমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সংবিধানের ৩৭০ ধারা বিলোপের ফলে যে ইতিবাচকতার সৃষ্টি হয়েছে তা যাতে অক্ষুণ্ণ থাকে এবং সন্ত্রাসমুক্ত জম্মু-কাশ্মীরের লক্ষ্য যাতে অর্জন করা সম্ভব হয় তা সুনিশ্চিত করতে সবধরনের সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

 


SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2212813) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada