পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
২৭-৩০ জানুয়ারি গোয়ায় অনুষ্ঠিত হবে ভারত শক্তি সপ্তাহ ২০২৬
प्रविष्टि तिथि:
06 JAN 2026 3:59PM by PIB Kolkata
পানাজি-গোয়া, ৬ জানুয়ারি, ২০২৬
২৭-৩০ জানুয়ারি গোয়ায় ভারত শক্তি সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সিইও, নীতি নির্ধারক, আর্থিক বিশেষজ্ঞরা যোগ দেবেন।
ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার পাশাপাশি বিশ্বজুড়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা । তাই এই শক্তি সপ্তাহ পারস্পরিক মত বিনিময় ও সহযোগিতার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে।
এবারের শক্তি সপ্তাহে ১২০টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। গত বছর এই শক্তি সপ্তাহে ৬৮০০০-এর বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। ৫৪০ জনের বেশি আন্তর্জাতিক বক্তা অংশ নেন।
বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব শক্তির গুরুত্ব বাড়ছে। সেদিকে লক্ষ্য রেখে ভারত ইথানল মিশ্রণ কর্মসূচি হাতে নিয়েছে। এর ফলে ২০১৪ থেকে এ পর্যন্ত ১.৫৯ লক্ষ কোটি টাকা বিদেশী মুদ্রার সাশ্রয় হয়েছে।
দেশে খুচরো পেট্রোল আউটলেটের সংখ্যা ২০১৪ সালের প্রায় ৫২০০০ থেকে বেড়ে ২০২৫-এ ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সিএনজি স্টেশনের সংখ্যা ৯৬৮ থেকে বেড়ে হয়েছে ৮৪৭৭।
৪ দিনের এবারের শক্তি সপ্তাহে মন্ত্রী পর্যায়ের একগুচ্ছ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। সিইও-দের মধ্যে মত বিনিময়ের পাশাপাশি প্রযুক্তির নানা দিক নিয়েও আলোচনা হবে। এছাড়া প্রদর্শনীতে যোগ দেবে কয়েকশো সংস্থা।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন:
https://www.indiaenergyweek.com/
SC/MP/NS
(रिलीज़ आईडी: 2211994)
आगंतुक पटल : 12