সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

সমবায়ের মাধ্যমে পুষ্টি সংক্রান্ত নিরাপত্তা : এনডিডিবি ফাউন্ডেশন ফর নিউট্রিশনের সিএসআর সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ

प्रविष्टि तिथि: 05 JAN 2026 6:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ জানুয়ারি, ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি’-র মন্ত্রকে সামনে রেখে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র দৃঢ় নেতৃত্বে সমবায় আন্দোলনের সঙ্গে জনকল্যাণ ও সামাজিক বিকাশের মেলবন্ধন ঘটানোর আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমবায় মন্ত্রী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৬ জানুয়ারি এনডিডিবি ফাউন্ডেশন ফর নিউট্রিশনের সিএসআর সম্মেলনের উদ্বোধন করবেন। 

“রোল অফ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ইন নিউট্রিশন সিকিউরিটি অ্যান্ড ম্যাল নিউট্রিশন” অর্থাৎ পুষ্টি সংক্রান্ত নিরাপত্তা এবং অপুষ্টির মোকাবিলার ক্ষেত্রে বাণিজ্যিক সংস্থাগুলির সামাজিক দায়িত্ব সংক্রান্ত এই সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মৎস্যচাষ, পশুপালন, দুগ্ধ উৎপাদন এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রী শ্রী রাজীবরঞ্জন সিং, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী, সমবায় প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুর্জর, সমবায় ও অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী শ্রী মুরলীধর মোহন এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলির শীর্ষ আধিকারিকরা।

এই সম্মেলনের মঞ্চ থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ভিলাই স্টিল প্ল্যান্টের সিএসআর উদ্যোগের আওতায় গিফটমিল্ক কর্মসূচির সূচনা করবেন। এর ফলে, ওই ইস্পাত কারখানা অঞ্চলে সরকারি বিদ্যালয়গুলিতে পাঠরত প্রায় ৪ হাজার শিশু উপকৃত হবে। কর্মসূচিটির আওতায় এনডিডিবি-র ছত্তিশগড় মিল্ক ফেডারেশনের মাধ্যমে ভিটামিন এ এবং ডি যুক্ত দুধ সরবরাহ করা হবে।

এছাড়াও শ্রী অমিত শাহ আইডিবিআই ব্যাঙ্কের সিএসআর উদ্যোগের আওতায় শিশু সঞ্জীবনী কর্মসূচির সূচনা করবেন। এর ফলে, মহারাষ্ট্রের নাগপুর জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রায় ৩ হাজার শিশু উপকৃত হবে। শিশু সঞ্জীবনী কর্মসূচির লক্ষ্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করা। 

এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করবেন। উদ্বোধনী অধিবেশনের পর ‘পুষ্টি এবং স্বাস্থ্য: সরকারি ও সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে অপুষ্টি দূর করা’ এবং ‘পুষ্টি সংক্রান্ত নিরাপত্তার ক্ষেত্রে সমবায় – সমবায় সহযোগিতা’ বিষয়ক দুটি অধিবেশনের আয়োজন করা হয়েছে। এই আলোচনাচক্রে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১ হাজার ২০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। 

 


SC/AC/SKD


(रिलीज़ आईडी: 2211723) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Kannada