প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মান্নাথু পদ্মনাভনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 02 JAN 2026 9:40AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ জানুয়ারি, ২০২৬

 

মান্নাথু পদ্মনাভনের জন্মবার্ষিকীতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজসেবায় এক সুমহান ব্যক্তিত্ব হিসেবে তিনি গভীর শ্রদ্ধার আসনে আলংকৃত বলে জানান প্রধানমন্ত্রী। 

এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন;

“মান্নাথু পদ্মনাভনের জন্মবার্ষিকীতে এই সুমহান ব্যক্তিত্বকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সমাজসেবায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। দূরদর্শী এই ব্যক্তিত্ব বিশ্বাস করতেন প্রকৃত অগ্রগতির মূলে রয়েছে মর্যাদা, সমতা এবং সামাজিক সংস্কার। স্বাস্থ্য, শিক্ষা, মহিলা স্বশক্তিকরণে তাঁর প্রয়াস গভীর প্রেরণাদায়ক। তাঁর আদর্শ আমাদের এমন এক সমাজের পথ দেখায় যা ন্যায়পরায়ণ, সহানুভূতিশীল এবং ঐক্যসূত্রে সমন্বিত ।”

 


SC/AB/SKD


(रिलीज़ आईडी: 2210751) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam