প্রধানমন্ত্রীরদপ্তর
একটি অনুপ্রেরণাদায়ক সাইকেল যাত্রার জন্য শ্রী এস সুরেশ কুমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
प्रविष्टि तिथि:
01 JAN 2026 10:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ জানুয়ারি ২০২৬,
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু থেকে সাইকেলে সফলভাবে কন্যাকুমারী যাওয়ার জন্য শ্রী এস সুরেশ কুমারের প্রশংসা করেছেন। এই বিষয়টিকে প্রধানমন্ত্রী দারুণ এক অর্জন বলে অভিহিত করেছেন।
শ্রী মোদী বলেছেন, তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পর যে ভাবে শ্রী সুরেশ কুমার সাইকেল চালিয়েছেন, তা শুধু প্রশংসীয় এবং অনুপ্রেরণাদায়কই নয় এটি তাঁর দৃঢ় ও অদম্য মানসিকতার প্রতিফলনও।
প্রধানমন্ত্রী বলেছেন, এই ধরণের উদ্যোগ সমাজের কাছে অধ্যবসায় ও ফিট থাকার গুরুত্বপূর্ণ বার্তা পৌছে দেয়।
তিনি ব্যক্তিগতভাবে শ্রী কুমারের সঙ্গে কথা বলে তাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর উদ্যোগ, সাহস এবং আগ্রহের জন্যই এই সাইকেল যাত্রা সম্ভব হয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে আলাদা, আলাদা কয়েকটি বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেনঃ
“শ্রী এস সুরেশ কুমারজির সাইকেলে বেঙ্গালুরু থেকে কন্যাকুমারী সাইকেলে যাওয়া প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক। তাঁর স্বাস্থ্যজনিত সমস্যার পর তিনি এভাবে সাইকেল চালালেন, এর মধ্য দিয়ে তাঁর দৃঢ় ও অদম্য মানসিকতার পরিচয় পাওয়া যায়।
তাঁর সঙ্গে কথা হয়েছে, তাঁর উদ্যোগের জন্য আমি তাঁকে অভিনন্দনও জানিয়েছি।
@nimmasuresh
https://timesofindia.indiatimes.com/city/bengaluru/age-illness-no-bar-at-70-bengaluru-legislator-pedals-702km-to-kanyakumari-in-five-days/articleshow/126258645.cms#”
SC/CB
(रिलीज़ आईडी: 2210747)
आगंतुक पटल : 9