জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

জেএসজেবি পুরস্কার মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর প্রচার, ব্যাখ্যা দিল জলশক্তি মন্ত্রক

प्रविष्टि तिथि: 30 DEC 2025 11:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

জল সংরক্ষণকে জাতীয় আন্দোলনে পরিণত করার লক্ষ্যে ৬ সেপ্টেম্বর, ২০২৪-এ জল সঞ্চয় জন ভাগীদারী (জেএসজেবি) উদ্যোগের সূচনা করেছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। ছাদে বৃষ্টির জল সংরক্ষণ, অকেজো নলকূপগুলির পুনরুজ্জীবন প্রভৃতি ক্ষেত্রে সাধারণ মানুষকে যুক্ত করার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। 

জেএসজেবি ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পের রূপায়ণের ওপর নজরদারি চালানো হয়। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে জেলা পর্যায়ে বহুস্তরীয় যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বিভিন্ন পর্যায়ে মূল্যায়নের ভিত্তিতে ১৮ নভেম্বর, ২০২৫-এ বিজ্ঞান ভবনে প্রথম জেএসজেবি পুরস্কার প্রদান করে জলশক্তি মন্ত্রক। জল সংরক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন জেলা এবং শিল্প সংস্থাগুলিকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। 

সম্প্রতি কিছু কিছু সামাজিক মাধ্যমে অভিযোগ করা হয়েছে, এআই সৃষ্ট ছবির আপলোডিং-এর ভিত্তিতে কিংবা ছোট ছোট নলকূপকে বড় জলাশয় হিসেবে তুলে ধরে জাতীয় জল পুরস্কার আদায় করা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। জেএসজেবি ড্যাশবোর্ডের ভিত্তিতেই এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এই ধরনের মিথ্যা প্রচার তথ্য জনমানসে বিভ্রান্তি তৈরির লক্ষ্যেই করা হচ্ছে বলে মন্তব্য করেছে জলশক্তি মন্ত্রক।


 
SC/MP/DM..


(रिलीज़ आईडी: 2210202) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada