প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

লক্ষ্মৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

प्रविष्टि तिथि: 25 DEC 2025 5:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৫

 

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে উত্তরপ্রদেশের লক্ষ্মৌয়ে গড়ে তোলা রাষ্ট্র প্রেরণা স্থলের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

শ্রী বাজপেয়ীর ১০১তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্মৌ আজ এক নতুন প্রেরণার সাক্ষী হয়ে উঠল। বড়দিন উপলক্ষে দেশ ও বিশ্বের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজ ভারতেও লক্ষ লক্ষ খ্রিস্টান পরিবার এই উৎসব উদযাপন করছে। 

প্রধানমন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর দুই মহান ভারতীয়ের জন্মদিন। একজন হলেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী জি এবং অন্যজন হলেন ভারতরত্ন মহামান্য মদন মোহন মালব্য জি। দুজনই ভারতের ঐক্য এবং সংহতি রক্ষায় তাঁদের জীবন উৎসর্গ করেছেন। 

২৫ ডিসেম্বরকে মহারাজা বিজলি পাসি জি-র জন্মজয়ন্তী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, লক্ষ্মৌর বিখ্যাত বিজলি পাসি দুর্গ এখান থেকে খুব বেশি দূরে নয়। তিনি সাহস ও সুশাসনের এক উত্তরাধিকার রেখে গিয়েছেন বলে মন্তব্য করেন শ্রী মোদী।   

রাষ্ট্র প্রেরণা স্থলকে তিনি আত্মসম্মান, ঐক্য এবং সেবার প্রতীক হিসেবে উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জি এবং অটল বিহারী বাজপেয়ী জি-র মূর্তি বসানো হলেও, তাঁরা সর্বদা বড় প্রেরণার উৎস হয়ে থাকবেন। প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে ৬৫ একর জমির ওপর এই প্রেরণা স্থল গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নানা অবদানের কথা তুলে ধরেন। 

শ্রী মোদী বলেন, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে ডঃ মুখার্জি আর্থিক স্বনির্ভরতার ভিত্তি স্থাপন এবং প্রথম শিল্পনীতি প্রণয়নের মাধ্যমে ভারতে শিল্পায়নের ভিত্তি গড়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা প্রত্যক্ষ করেছে, যা এখন লক্ষ্ণৌয়ে তৈরি হচ্ছে। 

শ্রী মোদী বলেন, গত এক দশকে কোটি কোটি ভারতীয় দারিদ্রকে জয় করেছেন এবং এটি সম্ভব হয়েছে, কারণ সরকার একেবারে শেষ সারিতে পড়ে থাকা মানুষদের তুলে আনার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিল। তিনি বলেন, ২০১৪ সালের আগে প্রায় ২৫ কোটি নাগরিক সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির আওতায় ছিলেন। এখন প্রায় ৯৫ কোটি ভারতবাসীকে এই রক্ষাকবচের আওতায় আনা হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, গত ১১ বছরের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদক দেশ হয়ে উঠেছে। ভারতকে ২১ শতকের উপযোগী করে তোলার ক্ষেত্রে দিশা দেখিয়েছিলেন অটল জি। এ প্রসঙ্গে তিনি সোনালি চতুর্ভুজ প্রকল্পের কথা উল্লেখ করেন। শ্রী মোদী জানান, ২০০০ সাল থেকে এ পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় ৮ লক্ষ কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করা হয়েছে, যেখানে গত ১০-১১ বছরে তৈরি হয়েছে ৪ লক্ষ কিলোমিটার পথ। 

প্রধানমন্ত্রী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল গোটা দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, কিন্তু স্বাধীনতার পর তাঁর অবদানকে মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছিল। আদিবাসী সম্প্রদায়কে তাঁদের প্রাপ্য স্বীকৃতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে উঠে আসে পরিবারতান্ত্রিক রাজনীতির কথাও। তিনি বলেন, তাঁর সরকার ভারত মাতার সন্তানদের অবদানকে সম্মান জানাতে অঙ্গীকারবদ্ধ। 

সুশাসন, সমৃদ্ধি এবং প্রকৃত সামাজিক ন্যায়ের ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 


SC/MP/NS


(रिलीज़ आईडी: 2208902) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam