উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুশাসন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণণ

प्रविष्टि तिथि: 25 DEC 2025 8:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৫
 




ভারতের উপরাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণণ আজ নতুন দিল্লির সিরি ফোর্ট প্রেক্ষাগৃহে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সুশাসন দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

উপরাষ্ট্রপতি একজন দূরদর্শী কবি ও জনগণের প্রতি নিবেদিত প্রাণ সেবক হিসেবে অটল বিহারী বাজপেয়ীর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ীর অতুলনীয় বাগ্মীতা, নম্রতা এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার দেশকে জটিল জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যও সঠিকভাবে পরিচালিত করেছিল। সুশাসন একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের ভিত গড়ে তুলেছিল। অটল বিহারী বাজপেয়ীর শাসনদর্শন, স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্তর্ভুক্তি এবং সমাজের সকল স্তরের মানুষের সেবার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

উপরাষ্ট্রপতি অটল বিহারী বাজপেয়ীর আমলে গৃহীত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির কথাও তুলে ধরেন। তিনি বলেন, তাঁর শাসনদর্শন গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক নৈতিকতা এবং জাতীয় ঐক্যমত্যের উপর নিহিত ছিল।

সুশাসন একটি যৌথ দায়িত্ব বলে উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, সরকার, প্রশাসক, প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং নাগরিকরা সকলেই স্বচ্ছ, নীতিগত এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। তিনি এই অনুষ্টানে অংশগ্রহণকারীদের বিকশিত ভারত ২০৪৭-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক ভারত গড়ে তোলার জন্য এই নীতিগুলি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সত্যবাদী রাজা হরিশচন্দ্রের উপর একটি নাট্য পরিবেশনা প্রদর্শিত হয়। এই নাটকটিতে প্রতীকীভাবে অটল বিহারী বাজপেয়ীর জীবনকে কিংবদন্তি রাজার সত্যবাদিতা, সততা এবং নিঃস্বার্থ সেবার নীতির সঙ্গে যুক্ত করে।

গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি এবং হেরিটেজ ইন্ডিয়া ফাউন্ডেশন এই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক ও সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রা, দিল্লি বিধানসভার অধ্যক্ষ শ্রী বিজেন্দ্র গুপ্ত, গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির ভাইস চেয়ারম্যান শ্রী বিজয় গোয়েল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

 



SC/PM/SKD


(रिलीज़ आईडी: 2208742) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam