শিল্পওবাণিজ্যমন্ত্রক
সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষর ভারত ও ওমানের
प्रविष्टि तिथि:
18 DEC 2025 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টিসম্পন্ন ভাবনার বাস্তবায়নের লক্ষ্যে ভারত ও ওমান অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতাকে মজবুত করতে সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করছে দুই দেশ।
এই চুক্তিকে উপসাগরীয় এলাকায় ভারতের অবস্থানকে মজবুত করতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হ’ল – ওমান। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বৃহত্তর অঞ্চলে ভারতীয় পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওমান হ’ল – প্রধান প্রবেশদ্বার।
ভারতীয় ব্যবসায়ী পরিবার সহ ওমানে প্রায় ৭ লক্ষ ভারতীয় নাগরিকের বসবাস। ওমানের অর্থনীতিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ভারত ও ওমানের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য হয়ে থাকে।
এই চুক্তির ফলে বাণিজ্য শুল্কের ক্ষেত্রে নজিরবিহীন ছাড় পাওয়া যাবে। ওমান তার ৯৮.০৮ শতাংশ বাণিজ্যের ক্ষেত্রে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে – অলঙ্কার সামগ্রী, বস্ত্র, চর্ম, জুতো, ক্রীড়া সামগ্রী, কৃষি পণ্য, ওষুধ প্রভৃতি।
সিইপিএ-এর এক উল্লেখযোগ্য দিক হ’ল, ভারতীয় পেশাদরদের জন্য দ্বার উন্মুক্ত করা। গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রগুলিতে ওমানে ভারতীয় সংস্থাগুলির জন্য ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সুবিধা দেওয়া হয়েছে এই চুক্তিতে। পাশাপাশি, ভারতের ভেষজ ওষুধের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অনুকূল সুযোগ-সুবিধা তৈরিতে সম্মত হয়েছে ওমান। ২০০৬ সালে আমেরিকার সঙ্গে চুক্তির পর এই প্রথম ওমানের সঙ্গে ভারতের এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হ’ল।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, “সিইপিএ ভারত ও ওমানের মধ্যে ঐতিহাসিক বন্ধনকে মজবুত করবে এবং আর্থিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। এর ফলে, ওমানের বাজারে বিনাশুল্কে প্রায় সব ভারতীয় পণ্যই পাওয়া যাবে। পাশাপাশি, কারিগর, শ্রমিক এবং এমএসএমই ক্ষেত্র উপকৃত হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য মজবুত হওয়ার পাশাপাশি এই চুক্তির ফলে কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2206681)
आगंतुक पटल : 8