প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পরম্পরাগত ওষুধ সংক্রান্ত দ্বিতীয় হু গ্লোবাল সামিট-এর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 18 DEC 2025 4:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ ডিসেম্বর বিকেল ৪টে ৩০ মিনিটে নতুন দিল্লির ভারত মণ্ডপমে পরম্পরাগত ওষুধ সংক্রান্ত দ্বিতীয় হু গ্লোবাল সামিট-এর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন।


 প্রধানমন্ত্রী বরাবরই ভেষজ ওষুধের উপর গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়ে এসেছেন। তিনি বেশ কিছু আয়ুষ উদ্যোগেরও সূচনা করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী যোগ প্রশিক্ষণ সংক্রান্ত হু’র কারিগরি রিপোর্ট প্রকাশ করবেন। দিল্লিতে নতুন হু-দক্ষিণপূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয় ভবনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২০২১-২৫ পর্বে যোগের উন্নয়ন ও বিকাশে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপকদের হাতে পুরস্কারও তুলে দেবেন প্রধানমন্ত্রী। 


আয়ুষ মন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে ১৭-১৯ ডিসেম্বর এই সামিটের আয়োজন করা হয়েছে। এতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতি-নির্ধারক, বিজ্ঞানী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। 

 


SC/MP/SB


(रिलीज़ आईडी: 2206679) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam