রাষ্ট্রপতিরসচিবালয়
মণিপুরে ভারতের রাষ্ট্রপতি; ইম্ফলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন
प्रविष्टि तिथि:
11 DEC 2025 7:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০২৫
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় (১১ ডিসেম্বর, ২০২৫) ইম্ফলের সিটি কনভেনশন সেন্টারে মণিপুর সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই উপলক্ষে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন।
সমাবেশে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মণিপুর স্থিতিস্থাপকতা, সাহস এবং অসাধারণ সাংস্কৃতিক সমৃদ্ধির ভূমি। প্রজন্মের পর প্রজন্ম ধরে, এর জনগণ খেলাধুলা, সশস্ত্র বাহিনী, শিল্প ও সংস্কৃতি এবং জনসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অপরিসীম অবদান রেখে দেশকে সমৃদ্ধ করেছে।
রাষ্ট্রপতি বলেন যে, দুর্ভাগ্যজনক সহিংসতার পর মণিপুরের জনগণ যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছে, তা তিনি জানেন। তিনি আশ্বস্ত করে বলেন যে, মণিপুরের জনগণের উদ্বেগের প্রতি নজর দেওয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন যে, কেন্দ্রীয় সরকার সম্প্রীতি জোরদার, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধির দিকে মণিপুরের যাত্রায় সহায়তা করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার রাজ্যজুড়ে উন্নয়নের প্রচারের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়ন ও অগ্রগতির সুফল রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে কাজ করবে।
মণিপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের প্রাণবন্ত সম্পর্কের প্রবেশদ্বার। এর যুবসমাজ, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এটিকে অসীম সম্ভাবনার রাজ্য করে তুলেছে। মণিপুর তার স্ব-ক্ষমতায়িত নারীদের জন্যও পরিচিত। বিংশ শতাব্দীর প্রথম দশকে মণিপুরের সাহসী নারীরা দুবার ঐতিহাসিক নুপি লাল বা নারী যুদ্ধ পরিচালনা করেছিলেন। তারা ঔপনিবেশিক এবং সামন্ততান্ত্রিক শক্তিগুলিকে তাদের ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য করতে সফল হয়েছিল। তারা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে।
রাষ্ট্রপতি বলেন, মণিপুরের জনগণ প্রতিভাবান এবং পরিশ্রমী। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন যে উপত্যকা এবং পাহাড়ের মানুষ নতুন করে সম্প্রীতির সঙ্গে একসাথে থাকবে এবং রাজ্যকে সুখ-সমৃদ্ধি ও শান্তির উচ্চ শিখরে নিয়ে যাবে।
রাষ্ট্রপতি মণিপুরের জনগণকে সম্প্রীতি ও উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলির প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের একযোগে মণিপুরকে এমন একটি রাজ্য হিসেবে শক্তিশালী করে তোলা উচিত যেখানে প্রতিটি শিশু নিরাপদ বোধ করবে, প্রত্যেক মহিলা নিজেকে ক্ষমতায়িত বোধ করবেন। প্রত্যেক সম্প্রদায় যেন নিজেকে রাজ্যের অন্তর্ভুক্ত মনে করে এবং প্রত্যেক নাগরিক যেন একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায় সেদিকে নজর দিতে হবে।
এর আগে, রাষ্ট্রপতি ঐতিহাসিক মাপাল কাংজেইবুং-এ একটি পোলো-প্রদর্শনী ম্যাচ দেখেন।
রাষ্ট্রপতির ভাষণ দেখতে এখানে ক্লিক করুন-
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc20251211728601.pdf
SC/PM/NS
(रिलीज़ आईडी: 2202812)
आगंतुक पटल : 8