স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

আধুনিক তামিল সাহিত্যের স্থপতি সুব্রহ্মনিয়া ভারতীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের শ্রদ্ধা নিবেদন

प्रविष्टि तिथि: 11 DEC 2025 12:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আধুনিক তামিল সাহিত্যের স্থপতি সুব্রহ্মনিয়া ভারতীকে আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী শাহ বলেছেন : 

“আধুনিক তামিল সাহিত্যের স্থপতি সুব্রহ্মনিয়া ভারতীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করি। ঔপনিবেশিক শাসকদের অত্যাচারের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। মহাকবি তাঁর দেশপ্রেমে পূর্ণ কবিতার মধ্য দিয়ে বিপ্লবের আগুনকে প্রজ্জ্বলিত করেছেন এবং স্বাধীনতা আন্দোলন এর ফলে শক্তিশালী হয়েছে। পাশাপাশি, তিনি একটি ন্যায্য ও সাম্যের সমাজ গড়ে তোলার মাধ্যমে ভারতীয় সভ্যতার অগ্রগতির জন্য সমাজ সংস্কারকে গুরুত্ব দিয়েছিলেন। তাঁর শিক্ষা শাশ্বত এক অনুপ্রেরণার উৎস।” 

 

SC/CB/DM..


(रिलीज़ आईडी: 2202271) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada