বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
নভেম্বরে ২৩১ কোটি আধার যাচাই, নভেম্বর ২০২৪-এর তুলনায় ৮.৪৭ শতাংশ বৃদ্ধি
प्रविष्टि तिथि:
02 DEC 2025 4:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২৫
নভেম্বর, ২০২৫-এ বিভিন্ন ক্ষেত্রে ২৩১ কোটি আধার যাচাই করা হয়েছে। গত বছরের নভেম্বরের তুলনায় আধারের মাধ্যমে তথ্য যাচাইয়ের হার বেড়েছে প্রায় ৮.৫ শতাংশ। অক্টোবরে এই সংখ্যা ছিল ২১৯.৫১ কোটি।
আধার মুখাবয়ব যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। নভেম্বরে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানে প্রায় ৬০ শতাংশ আধার মুখাবয়ব ব্যবহার করা হয়েছে। নভেম্বর ২০২৫-এ আধার মুখাবয়ব যাচাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২৮.২৯ কোটি।
একইভাবে, ই-কেওয়াইসি’র ক্ষেত্রেও নভেম্বর মাসে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। নভেম্বরে ই-কেওয়াইসি’র সংখ্যা দাঁড়িয়েছে ৪৭.১৯ কোটি, যা গত বছরের নভেম্বর মাসের তুলনায় ২৪ শতাংশেরও বেশি বৃদ্ধি।
SC/MP/SB…
(रिलीज़ आईडी: 2197744)
आगंतुक पटल : 2