অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

অটল পেনশন যোজনায় নথিভুক্তির সংখ্যা ৮.৩৪ কোটি ছাড়াল; মহিলাদের অ্যাকাউন্টের হার ৪৮%

प्रविष्टि तिथि: 01 DEC 2025 8:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ডিসেম্বর, ২০২৫ 

 

চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত অটল পেনশন যোজনায় মোট নথিভুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮,৩৪,১৩,৭৩৮। ৩১.১০.২০২৫ পর্যন্ত এই যোজনায় মহিলাদের নথিভুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,০৪,৪১,১৩৫, অর্থাৎ মোট নথিভুক্তির ৪৮%। 


ভারতবাসী, বিশেষত গরিব, অনগ্রসর এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষার লক্ষ্যে ০৯.০৫.২০১৫’তে অটল পেনশন যোজনা চালু করা হয়েছিল। এই যোজনায় ব্যাঙ্ক বা ডাকঘরে ১৮-২৪ বছর বয়সী সমস্ত ভারতীয় নাগরিক সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রকল্প অনুযায়ী, ৬০ বছর বয়সের পর গ্রাহকরা পেনশনের সুবিধা পাবেন। সেই অনুযায়ী, ২০৩৫ থেকে এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন গ্রাহকরা। 
গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত এলাকা সহ দেশজুড়ে এই প্রকল্প সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে মুদ্রণ মাধ্যম, বৈদ্যুতিন এবং সামাজিক মাধ্যমে ধারাবাহিক বিজ্ঞাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৩টি দেশীয় ভাষায় তথ্য প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকও প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে। 


লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন। 

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2197638) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Kannada