অর্থমন্ত্রক
ইউপিএস-এর সুবিধা গ্রহণের শেষ দিন এগিয়ে আসছে
Posted On:
25 NOV 2025 12:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৫
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য ২৪.০১.২০২৫ তারিখে F. No. FX-F. No. FX-1/3/2024-PR বিজ্ঞপ্তি মোতাবেক যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস)-এর কথা জানায়।
সমস্ত সংশ্লিষ্ট এনপিএস গ্রাহকরা বিকল্প হিসেবে ইউপিএস নথিভুক্ত হতে চাইলে তাঁদের জন্য করণীয় বিষয়সমূহ হল :
১. সিআরএ পদ্ধতির মাধ্যমে অনলাইনে ইউপিএস-এর জন্য আবেদন জমা করতে হবে।
২. যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট নোডাল আধিকারিকের কাছে ৩০.১১.২০২৫ বা তার আগে জমা করতে হবে।
বিধিবদ্ধ পদ্ধতি মাফিক নোডাল আধিকারিকবৃন্দ সমস্ত আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন।
ইউপিএস-এর অধীন মূল সুবিধাসমূহ হল প্রয়োজনে পরিবর্তনের সুযোগ, কর ছাড়, ইস্তফা, বাধ্যতামূলক অবসরকালীন সুবিধা সহ আরও অনেক কিছু। সমস্ত যোগ্য কর্মীরা এবং এনপিএস-এর অধীন যেসব কেন্দ্রীয় সরকারি কর্মী অতীতে অবসর নিয়েছেন, তাঁদের অনুরোধ করা হচ্ছে এইসব সুবিধা পেতে ইউপিএস-এর জন্য তাঁরা আবেদন জমা করুন।
ইউপিএস-এ নথিভুক্ত হওয়ার পর পুনরায় এনপিএস-এ ফিরে আসতে চাইলে সে সুযোগও পরবর্তীকালীন দিনে তাঁদের থাকবে।
উল্লেখ্য : যোগ্য কর্মীদের জন্য এবং এনপিএস-এর অধীন অতীতের অবসরকালীন কর্মীরা ইউপিএস-এর সুযোগ নেওয়ার জন্য আবেদনের শেষ দিন ৩০.১১.২০২৫।
SC/AB/NS…
(Release ID: 2194185)
Visitor Counter : 8