অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ইউ. পি. এস অপশন নেবার শেষ তারিখ খুবই কাছাকাছি চলে এসেছে

যোগ্য কর্মচারী এবং এন.পি.এস গ্রাহকরা সি.আর.এ সিস্টেমের মাধ্যমে বা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে হার্ড কপি আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে নোডাল অফিসারদের কাছে  জমা দিতে পারবেন

Posted On: 25 NOV 2025 12:49PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৫: ভারত সরকারের অর্থ মন্ত্রক যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম (ইউ. পি. এস)-এর বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি এফ.নং-এফ এক্স-১.৩.২০২৪-পিআর, তারিখ ২৪-০১-২০২৫।

ইউ. পি. এস অপশন নেবার সময়সীমা যতই এগিয়ে আসছে, সমস্ত সংশ্লিষ্ট এন. পি. এস গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তারা,

(১) সি. আর. এ পদ্ধতির মাধ্যমে অনলাইনে তাদের ইউ. পি. এস অনুরোধ জমা দিন, অথবা

(২) নির্ধারিত আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে হার্ড কপি আগামী ৩০ নভেম্বর বা তার আগে নিজ নিজ নোডাল অফিসে গিয়ে জমা দিন। 

নোডাল অফিসগুলি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী সমস্ত আবেদন পত্রগুলি নিয়ে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করবে।

ইউ. পি. এস-এর অধীনে মূল সুবিধাগুলির মধ্যে রয়েছে পরিবর্তন করার সুযোগ, কর ছাড়, পদত্যাগ এবং বাধ্যতামূলক অবসরকালীন সুবিধা এবং আরও অনেক কিছু। এনপিএস-এর আওতায় কেন্দ্রীয় সরকারের সমস্ত যোগ্য কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের এই সুবিধাগুলি পেতে সময়মতো তাদের ইউ.পি.এস অনুরোধ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

ইউ.পি.এস বেছে নেবার পরও পরবর্তী সময়ে এন. পি. এস' এ ফিরে যাবার সংস্থানও বজায় থাকবে, পরবর্তী সময়ে যদি তারা এই সুযোগ নিতে চান।

দ্রষ্টব্যঃ- এন.পি.এস'এর অধীনে যোগ্য কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের ইউপিএস অপশন বেছে নেবার শেষ তারিখ ৩০-১১-২০২৫।

*****

PS/PKS/KMD


(Release ID: 2194072) Visitor Counter : 7
Read this release in: English