প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা প্রাক–সফর বিবৃতি

Posted On: 21 NOV 2025 6:45AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ নভেম্বর, ২০২৫ 


দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জোহানেসবার্গে অনুষ্ঠেয় ২০তম G20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমি মাননীয় সিরিল রামাফোসার আমন্ত্রণে ২১-২৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র সফর করছি।
আফ্রিকায় এই প্রথম G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেদিক থেকে এটি এক বিশেষ শীর্ষ সম্মেলন। ২০২৩ সালে G20-তে ভারতের সভাপতিত্বের সময়ে, আফ্রিকান ইউনিয়ন G20-এর সদস্য হয়েছিল।

গুরুত্বপূর্ণ বিশ্বজনীন বিষয়গুলি নিয়ে আলোচনার এক সুযোগ এই শীর্ষ সম্মেলন এনে দিয়েছে। এই বছরের G20 এর মূল ভাবনা হল 'সংহতি, সমতা এবং সুস্থিতি', যার সূত্রপাত হয়েছিল ভারতের নয়াদিল্লি এবং ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত পূর্ববর্তী শীর্ষ সম্মেলনগুলিতে। 'বসুধৈব কুটুম্বকম' এবং 'এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ'-এর ভাবনার মধ্য দিয়ে আমাদের যে মানসিকতার প্রতিফলন ঘটেছে, তার সঙ্গে সাযুজ্য রেখে আমি এই শীর্ষ সম্মেলনে ভারতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব।

আমি অংশীদার দেশগুলির নেতাদের সঙ্গে আমার মতবিনিময় এবং শীর্ষ সম্মেলনের পাশাপাশি ষষ্ঠ IBSA শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এই সফরের সময়ে, আমি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে আমার আলাপচারিতার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রবাসী ভারতীয়রা যেসব দেশে বিপুল সংখ্যায় রয়েছেন, দক্ষিণ আফ্রিকা সেই দেশগুলির অন্যতম। 

 

SC/SD/SB… 


(Release ID: 2192422) Visitor Counter : 8