স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

হরিয়ানার ফরিদাবাদে ৩২তম উত্তরাঞ্চল জোনাল কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী

Posted On: 17 NOV 2025 7:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২৫

 

হরিয়ানার ফরিদাবাদে উত্তরাঞ্চল জোনাল কাউন্সিলের ৩২তম বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। হরিয়ানার মুখ্যমন্ত্রী সহ পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু-কাশ্মীর, দিল্লির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়, জম্মু-কাশ্মীর, লাদাখ ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নররা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বরিষ্ঠ মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আন্তঃরাজ্য পরিষদ সচিবালয়ের সচিব, সদস্য রাজ্যগুলির মুখ্যসচিব প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে দিল্লির সাম্প্রতিক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত এবং জম্মু-কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণে নিহতদের স্মৃতির উদ্দেশে দু’মিনিট শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সঙ্ঘবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে শিকড় থেকে উৎখাত করতে হবে। দিল্লি বোমা বিস্ফোরণের অপরাধীরা যেখানেই আত্মগোপন করে থাকুক, তাদের খুঁজে বের করে বিচার ব্যবস্থার অধীনে নিয়ে আসা হবে এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।

শ্রী অমিত শাহ বলেন, বলিষ্ঠ রাজ্যসমূহই বলিষ্ঠ দেশ গঠন করতে পারে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন। জোনাল কাউন্সিলগুলি এর বাস্তবায়ন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নীতিগত ক্ষেত্রে সমন্বয় বিধানে আলোচনা, সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধীদের বিচার দ্রুত সুনিশ্চিত করাতে সর্বাত্মক প্রয়াস নেওয়া হচ্ছে।  পকসো আইনের অধীন যৌন অপরাধে তদন্ত দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। কোনো সভ্য সমাজ এই জাতীয় জঘন্য অপরাধকে প্রশ্রয় দেয় না বলে তিনি জানান। মহিলা ও শিশুদের সুরক্ষা দেশের অগ্রাধিকার জানিয়ে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের সংখ্যা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন, সমবায়, কৃষি ও মৎস্যচাষ, দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা এইসব ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে। ‘সহকার সে সমৃদ্ধি’ অর্থাৎ, সহযোগিতার মধ্য দিয়ে সমৃদ্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূলমন্ত্র উল্লেখ করে তিনি বলেন, সমবায় ক্ষেত্রে কর্মসংস্থানের প্রভূত সম্ভাবনা রয়েছে। উন্নত ভারত গড়ার ক্ষেত্রে ভেষজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে কেবলমাত্র কর্মসংস্থানের প্রসারকেই সুনিশ্চিত করে না, স্বনিযুক্তির ক্ষেত্রও প্রসারিত হতে পারে বলে তিনি জানান। মোট অভ্যন্তরীণ বৃদ্ধি দেশের সমৃদ্ধির একমাত্র নির্ণায়ক নয়। দারিদ্র্যসীমার ওপরে প্রত্যেক মানুষকে তুলে আনতে পারলেই প্রকৃত অর্থে সমৃদ্ধি সম্ভব। সমবায় মন্ত্রক দেশজুড়ে সমবায় ক্ষেত্রে ৫৭টি ব্যবস্থার সূত্রপাত করেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিক কৃষি ঋণ সোসাইটির কম্পিউটারাইজেশন, তিনটি নতুন জাতীয় স্তরের সমবায় সোসাইটি স্থাপন এবং ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।

শ্রী অমিত শাহ বলেন, জোনাল কাউন্সিলগুলি উপদেষ্টার ভূমিকার থেকেও কার্য রূপায়ণের একটি মঞ্চ হিসেবে স্বীকৃত এবং তা কাঙ্ক্ষিত ফলও যুগিয়েছে। রাজ্যগুলির অভ্যন্তরীণ বিষয়ই নয়, কেন্দ্র ও রাজ্যের মধ্যেকার বিষয়ে মীমাংসাসূত্র গড়তে পথনির্দেশিকা তৈরি হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে ভারতকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত করতে জাতীয় অগ্রগতির সঙ্গে আঞ্চলিক স্তরের অগ্রগতির ওপর জোর দেওয়া হয়েছে। জলসম্পদ ব্যবস্থাপনা এবং জল সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সমস্ত রাজ্যগুলিকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার সঙ্কল্প নিতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ২০০৪-১৪ সময়কালের তুলনায় ২০১৪-২৫ সময়কালে জোনাল কাউন্সিলের বৈঠকের সংখ্যা প্রায় আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই তা সদর্থক ভূমিকা পালন করেছে। এইসব বৈঠকগুলিতে ১,৬০০ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে ১,৩০৩টি, অর্থাৎ প্রায় ৮১.৪৩ শতাংশের নিষ্পত্তি হয়েছে। সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরগুলির পারস্পরিক সমন্বয়ের ফলেই এই সাফল্য লাভ করা গেছে।

শ্রী শাহ বলেন, এ বছর বন্দে মাতরম-এর ১৫০তম জয়ন্তী। দেশের স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরম আমাদের শক্তি যুগিয়েছে। দেশ গঠনে ভারত সরকার সমস্ত রাজ্যকে একযোগে এগিয়ে আসার ডাক দিয়েছে। তরুণ সম্প্রদায়ের মধ্যে দেশাত্মবোধের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বন্দে মাতরম গানের মধ্য দিয়ে সেই দেশাত্মবোধের শক্তিকে জাগ্রত করার কথা বলেন তিনি।

তিনটি নতুন ফৌজদারি বিধির রূপায়ণে সদর্থক ফল মিলেছে বলে তিনি জানান। এই নতুন আইনে ২৫-৪০ শতাংশ দোষী সাব্যস্ত করার হার বৃদ্ধি পেয়েছে এবং অপরাধীরা সময়মতো সাজাও পাচ্ছে। ফরেন্সিক বিশ্লেষণ থেকে আদালতগুলিকে অনলাইনে সংযুক্ত করা সহ তদন্তের ক্ষেত্রে প্রযুক্তির আধুনিকীকরণে সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন শ্রী শাহ।

মিলেটের প্রসারে রাজস্থান উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে জানিয়ে মিলেটের উৎপাদন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে মিলেট খাওয়ার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন শ্রী অমিত শাহ।

আজকের এই বৈঠকে জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত অনুসন্ধান এবং মহিলা ও শিশুদের বিরুদ্ধে শ্লীতাহানির তদন্তের দ্রুত নিষ্পত্তি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট রূপায়ণের ওপর জোর দেওয়া হয়েছে। প্রত্যেক গ্রামে ব্যাঙ্কিং পরিষেবা সহ জলবন্টন, পরিবেশ, উচ্চশিক্ষা, জরুরি অবস্থার মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে। সেইসঙ্গে, জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছ’টি বিষয়কে আলোচনার অন্তর্ভুক্ত করা হয়। এগুলি হল – আর্বান মাস্টার প্ল্যানিং, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, প্রাথমিক কৃষি ঋণ সোসাইটিকে শক্তিশালী করা, পোষণ অভিযানের মধ্য দিয়ে শিশুদের অপুষ্টি দূর করা, বিদ্যালয়-ছুটের সংখ্যা হ্রাস, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও সরকারি হাসপাতালগুলির অংশগ্রহণ।

সুরজকুন্ডের এই উজ্জীবিত ভূমি কেবলমাত্র ঐতিহাসিক ক্ষেত্রেই নয়, সমৃদ্ধ সংস্কৃতি, শৈল্পিক ঐতিহ্য এবং আর্থিক চেতনা প্রসারের ক্ষেত্রেও তা এক জীবন্ত সাক্ষ্য বহন করছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান। 

 

SC/AB/DM...


(Release ID: 2191298) Visitor Counter : 3