পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ব্রাজিলের বেলেমে CoP30-তে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে ভারতের অবস্থান ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব

प्रविष्टि तिथि: 18 NOV 2025 5:17AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৫ 

 

ব্রাজিলের বেলেমে CoP30-তে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব জলবায়ু ও জীব বৈচিত্র্যের সুসমন্বিত অঙ্গ হিসেবে বিগ ক্যাট প্রজাতির সংরক্ষণে বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। 
এবারের সম্মেলনের মূল ভাবনা ‘বিগ ক্যাট সংক্ষণ, পরিবেশ ও জীব বৈচিত্র্যের সংরক্ষণ’। শ্রী যাদব বলেন, জীব বৈচিত্র্যের সামনে থাকা চ্যালেঞ্জগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত এবং তাই এর সংযুক্ত সমাধান প্রয়োজন। তিনি বলেন, বিগ ক্যাট প্রজাতি বাস্তুতন্ত্রের শীর্ষ শিকারি এবং এর নিয়ামক। বিগ ক্যাট প্রজাতির প্রসার হলে অরণ্যের উন্নতি হবে, তৃণভূমি সবুজ ঘাসে ভরে উঠবে, জলাশয় জলে পরিপূর্ণ থাকবে এবং সামগ্রিক ভূ-চালচিত্রের কার্বন মজুতের ক্ষমতা বাড়বে। 
তিনি বলেন, বন্যপ্রাণ সংরক্ষণ প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক উপায়। প্রযুক্তিগত সহায়তা, সঠিক সরঞ্জাম, সক্ষমতা বৃদ্ধি, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, অর্থের সঙ্গে জীব বৈচিত্র্য – কার্বন ক্রেডিট ব্যবস্থাপনার সমন্বয় প্রভৃতির মাধ্যমে দেশগুলিকে আরও সহযোগিতার জন্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রতি আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী বলেন, বিশ্বের ৭টি বিগ ক্যাট প্রজাতির মধ্যে ৫টির আবাসস্থল ভারত। এদের সংরক্ষণে ভারত যেসব প্রয়াস নিয়েছে, তা তুলে ধরেন তিনি। এর সুবাদে ভারতে নির্ধারিত সময়সীমার আগেই বাঘের সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং এশীয় সিংহের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে জানান শ্রী যাদব। তিনি জানান, দেশজুড়ে বাঘ, সিংহ, লেপার্ড ও শ্নো লেপার্ডের গণনা করে ভারত বিশ্বের সবচেয়ে বিশদ বন্যপ্রাণ ডেটাবেসগুলির একটি তৈরি করেছে। সংরক্ষিত এলাকা, বিশেষ করিডর এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পরিবেশ ও জীব বৈচিত্র্যের সংরক্ষণে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। 
শ্রী যাদব বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাবনায় গড়ে ওঠা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন দায়িত্ববোধের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এর দর্শন হ’ল – ‘এক পৃথিবী, এক বিশ্ব, এক ভবিষ্যৎ’। বর্তমানে ১৭টি দেশ এই জোটে রয়েছে। আরও ৩০টি দেশ এতে যোগদানে ইচ্ছা প্রকাশ করেছে। 
শ্রী যাদব জানান, আগামী বছর ভারত সরকার নতুন দিল্লিতে বিশ্বজনীন বিগ ক্যাট শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। সমস্ত দেশকে তিনি এই জোটের অংশ হয়ে বিশ্বজনীন সংরক্ষণ অংশীদারিত্বকে আরও জোরদার করার আহ্বান জানান। 

 

SC/SD/SB


(रिलीज़ आईडी: 2191146) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Tamil