গোয়ায় আন্তর্জাতিক সহ-প্রযোজনা বাজার উপস্থাপনের জন্য ওয়েভস ফিল্ম বাজারের ১৯তম সংস্কারণ
#আইএফএফআই নভেম্বর ১৬, ২০২৫
ভারতের ফ্ল্যাগশিপ চলচ্চিত্র বাজারের ১৯তম সংস্করণ ওয়েভস ফিল্ম বাজার-আগে এর নাম ছিল – ফিল্ম বাজার, আন্তর্জাতিক অর্থায়ন এবং সংক্ষিপ্তভাবে তালিকাভুক্ত প্রকল্পগুলি সহ ফিচার ও তথ্যচিত্রের একটি গুরুত্বপূর্ণ সহ-প্রযোজনা বাজার তৈরি করবে। ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি, ২০-২৪ নভেম্বর গোয়ার ম্যারিয়ট রিসর্টে ওয়েভস ফিল্ম বাজার অনুষ্ঠিত হবে।
১৯তম সংস্করণে ওয়েভস ফিল্ম বাজার ২২টি ফিল্ম বাজার উপস্থাপন করবে। সহপ্রযোজনা বাজারে ভারত, ফ্রান্স, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফিলিপিন্স ও সিঙ্গাপুরের আকর্ষণীয় প্রকল্প রয়েছে। বাংলা, হিন্দি, উর্দু, মণিপুরী, নেপালী, মালায়লম, ইংরাজি, গুজরাটি, কোঙ্কনী, কন্নড়, মারাঠী, পাঞ্জাবী, কাশ্মীরী, তাংখুল, লাদাখী, সংস্কৃত, ওড়িয়া ও রাশিয়ান ভাষার গল্প এই ফিল্ম বাজারে তুলে ধরা হবে। নির্বাচিত চলচ্চিত্র নির্মাতারা ওপেন পিচ অধিবেশনের সময়ে পরিবেশক, প্রযোজক, অর্থদাতা এবং বিক্রয়ের সঙ্গে যুক্ত এজেন্টদের কাছে তাঁদের প্রকল্পগুলি তুলে ধরার সুযোগ পাবেন।
এই সংস্করণে ৫টি তথ্যচিত্র থাকছে। এ বছরের সহ-প্রযোজনা মার্কেট লাইনআপ – এ কিরণ রাও, বিক্রমাদিত্য মোথওয়ানে, সাকুন বাত্রা, দেবাশিস মাখিজা, ইরা দুবে, সরিতা প্যাটেল, সৌনক সেন এবং বাফতা পুরস্কারপ্রাপ্ত পরিচালক বেনক্রিকটনের মতো চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত থাকবেন। ওয়েভস ফিল্ম বাজার এশিয়ান টিভি ফোরাম অ্যান্ড মার্কেট (এটিএফ) – এর সঙ্গে অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://films.wavesbazaar.com/
SC/PM/SB…
Release ID:
2190751
| Visitor Counter:
7
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam