উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন নতুন দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপীকে মনোরমা নিউজ মেকার পুরস্কার ২০২৪ প্রদান করেছেন

Posted On: 16 NOV 2025 4:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৫ 

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন নতুন দিল্লিতে আয়োজিত মনোরমা নিউজ মেকার পুরস্কার ২০২৪ – এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কেন্দ্রীয় পর্যটন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা শ্রী সুরেশ গোপীকে এই পুরস্কার প্রদান করেন। 
উপ-রাষ্ট্রপতি চলচ্চিত্র ও রাজনীতির মধ্যে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, সেগুলি তুলে ধরে উভয় ক্ষেত্রে শ্রী সুরেশ গোপীর অসাধারণ সাফল্যের প্রশংসা করেন। উপ-রাষ্ট্রপতি কোল্লামের ফাতিমা মাতা কলেজের প্রাক্তন ছাত্র সুরেশ গোপীর আমন্ত্রণে সম্প্রতি তাঁর সেই কলেজ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, এই পদক্ষেপ মন্ত্রীর শিকড়ের সঙ্গে তাঁর স্থায়ী সংযোগকে প্রতিফলিত করে।
উপ-রাষ্ট্রপতি দেশের ইতিবাচক উন্নয়নগুলি তুলে ধরার জন্য গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। যুবসমাজকে অনুপ্রাণিত করতে এবং সকলের কন্ঠস্বর তুলে ধরার জন্য সাংবাদিকদের দায়িত্বের উপরও গুরুত্ব আরোপ করেন। সচেতনতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকার উপরও জোর দেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপফেক – এর এই যুগে সত্য খবর ও ভুয়ো খবর আলাদা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 
উপ-রাষ্ট্রপতি তামিল কবি তিরুভাল্লুভারের বাণীর কথা স্মরণ করেন এবং সংবাদ মাধ্যমকে তা অনুসরণের আহ্বান জানান। 
শ্রী সি পি রাধাকৃষ্ণন সত্য সংবাদ সংস্কৃতি এবং মালায়লম সাহিত্যে মনোরমা গ্রুপের অবদানের প্রশংসা করেন। 

 

SC/PM/SB


(Release ID: 2190750) Visitor Counter : 3