প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

তিন বাহিনীর যৌথ মহড়া – ত্রিশূল-এর সমাপ্তি

Posted On: 14 NOV 2025 12:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ নভেম্বর, ২০২৫

 


ভারতীয় নৌ বাহিনীর উদ্যোগে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে এমাসের শুরুতে তিন বাহিনীর মহড়া – ট্রাই সার্ভিসেস এক্সারসাইজ (টিএসই-২০২৫) বা ত্রিশূল অনুষ্ঠিত হয়েছে। 

নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কম্যান্ড ‘ত্রিশূল’-এর নেতৃত্ব দেয়। সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কম্যান্ড এবং বিমানবাহিনীর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কম্যান্ড এই মহড়ায় যোগ দেয়। মূলত, রাজস্থান ও গুজরাটে মরুভূমি ও খাড়ি অঞ্চলে মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি উত্তর আরব সাগরেও তিন বাহিনী মহড়ায় অংশ নিয়েছে। এর মূল উদ্দেশ্য, তিন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং যে কোনো অভিযানে যৌথভাবে অংশগ্রহণ করা। মহড়া চলাকালীন সংশ্লিষ্ট বাহিনীগুলির নজরদারি বিভাগ এবং বৈদ্যুতিন পদ্ধতিতে যুদ্ধ পরিচালনার পন্থা পদ্ধতি নিয়ে মতবিনিময় হয়। তিন বাহিনী তাদের সেরা পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করে। 

ত্রিশূল মহড়ায় আত্মনির্ভর ভারত অভিযানকে আরও শক্তিশালী করে তোলার জন্য দেশে উৎপাদিত সরঞ্জামের ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়। সফলভাবে এটি পরিচালনার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়ে বাহিনীগুলির মধ্যে যাতে সমন্বয় বজায় থাকে, তা নিশ্চিত হয়েছে।

 


SC/CB/SKD


(Release ID: 2189979) Visitor Counter : 5