জলশক্তি মন্ত্রক
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১৮ নভেম্বর, ২০২৫ প্রথম জল সঞ্চয় জন ভাগিদারী পুরস্কার প্রদান করবেন
प्रविष्टि तिथि:
11 NOV 2025 1:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৫
জল শক্তি মন্ত্রক আজ জল শক্তি অভিযান: ক্যাচ দ্য রেন প্রচারাভিযানের আওতায় জল সঞ্চয় জন ভাগিদারী কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে।
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামী ১৮ নভেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ষষ্ঠ জাতীয় জল পুরস্কার ২০২৫ – এর সঙ্গে এই পুরস্কার তুলে দেবেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জল শক্তির জন্য জনশক্তির ভাবনায় উদ্বুদ্ধ হয়ে গুজরাটের সুরাটে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর জল সঞ্চয় জন ভাগিদারী কার্যক্রমের সূচনা হয়েছিল।
সম্পূর্ণ সরকার ও সম্পূর্ণ সমাজ দৃষ্টিভঙ্গী নিয়ে এই কর্মসূচিতে তৃণমূল স্তরে সুস্থিত জল সংরক্ষণের প্রয়াসে অংশগ্রহণকে উৎসাহ দেওয়া হয়। এর মূল চালিকাশক্তি ছিল – তিনটি ‘সি’। কম্যুনিটি, সিএসআর এবং কস্ট। অর্থাৎ গোষ্ঠী, কর্পোরেট সামাজিক দায়িত্ব এবং খরচ। দীর্ঘ মেয়াদে জল সুরক্ষা এবং জল সঙ্কটের মোকাবিলায় এতে এক অন্তর্ভুক্তিমূলক মডেল গ্রহণ করা হয়।
এই প্রয়াসে রাজ্যগুলিকে ৫টি ক্ষেত্রে ভাগ করা হয়। প্রতিটি জেলাকে জল সঞ্চয়ের জন্য ন্যূনতম ১০ হাজার কৃত্রিম কাঠামো গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চল ও পাহাড়ি রাজ্যগুলিতে এই সংখ্যা ৩ হাজার।
দেশের শহরগুলিতে জল সংরক্ষণের প্রয়াস আরও জোরদার করে তুলতে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক জল শক্তি মন্ত্রকের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে। এর মাধ্যমে পুরসভাগুলিকে অন্ততপক্ষে ২ হাজারটি করে জল সংরক্ষণ কাঠামো গড়ে তুলতে উৎসাহ দেওয়া হচ্ছে।
এ বছর মোট ১০০টি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটি শীর্ষ স্থানাধিকারী রাজ্য, ৬৭টি জেলা, ৬টি পুর নিগম, ১টি পুরসভা, ২টি অংশীদার মন্ত্রক/দপ্তর, ২টি শিল্প, ৩টি অসরকারি সংগঠন, ২ জন সমাজসেবী এবং ১৪ জন নোডাল অফিসার রয়েছেন।
শীর্ষ স্থানাধিকারী জেলাগুলিকে প্রথম বিভাগে ২ কোটি টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় বিভাগের শীর্ষ স্থানাধিকারী জেলাগুলি পাবে ১ কোটি টাকা করে। তৃতীয় বিভাগের শীর্ষ স্থানাধিকারী জেলাগুলি ২৫ লক্ষ টাকা করে পাবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188706
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2188849)
आगंतुक पटल : 37