রাষ্ট্রপতিরসচিবালয়
অ্যাঙ্গোলায় ভারতীয় বংশোদ্ভূতদের সামনে ভাষণ রাষ্ট্রপতির
Posted On:
10 NOV 2025 10:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় অ্যাঙ্গোলায় ভারতীয় রাষ্ট্রদূত আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁর সঙ্গে ছিলেন জলশক্তি ও রেল প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না, দুই সাংসদ শ্রী প্রভুভাই নগরভাই বাসব এবং শ্রীমতী ডি কে অরুণা।
উপস্থিত ভারতীয়দের সামনে রাষ্ট্রপতি বলেন, আফ্রিকার বিভিন্ন দেশ, বিশেষত অ্যাঙ্গোলার সঙ্গে সম্পর্ককে বিশেষ মর্যাদা দেয় ভারত। পারস্পরিক বিশ্বাস এবং আশা-আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
রাষ্ট্রপতি বলেন, ভারতের শক্তি সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হল অ্যাঙ্গোলা। সেইসঙ্গে বাণিজ্যের ক্ষেত্রেও অ্যাঙ্গোলা উল্লেখযোগ্য অংশীদার। পর্যটন, পরিকাঠামো, কৃষির মতো ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, অ্যাঙ্গোলায় বসবাসরত প্রায় ৮০০০ ভারতীয় বংশোদ্ভূত শিল্পোদ্যোগের ক্ষেত্রে তাঁদের উৎকর্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এবং আর্থিক অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁরা পালন করছেন।
রাষ্ট্রপতি ভাষণ পড়তে এই লিঙ্কে ক্লিক করুন
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc20251110689301.pdf
SC/MP/NS….
(Release ID: 2188689)
Visitor Counter : 6