ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্যের ‘কান্ট্রি অফ অরিজিন’ বাধ্যতামূলকভাবে উল্লেখ করার জন্য উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রস্তাব
प्रविष्टि तिथि:
10 NOV 2025 4:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২৫
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তর ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্য সামগ্রীর ‘কান্ট্রি অফ অরিজিন’ বা উৎস রাষ্ট্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য আইনগত পরিমাপ (প্যাকেটজাত পণ্য সামগ্রী) (দ্বিতীয়) সংশোধিত বিধিমালার খসড়া প্রকাশ করেছে। এরফলে, অনলাইনে কেনাকাটার সময়ে গ্রাহকদের সুবিধা হবে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা যাবে।
এই সংশোধনের মাধ্যমে গ্রাহকরা অনলাইনে কেনাকাটার সময়ে যে সামগ্রী কিনতে চলেছেন, সেটি কোন দেশের তা সহজেই শনাক্ত করা যাবে। এরফলে, এ ধরনের ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা আসবে এবং গ্রাহকরাও ঐ পণ্যটি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। ২০১১ সালের আইনগত পরিমাপ (প্যাকেটজাত পণ্য সামগ্রীর) বিধিমালার ৬ ধারার ১০ উপ-ধারায় যে বিষয়টি উল্লেখ করার জন্য বলা হয়েছে, সেটি হ’ল – “আমদানী করা পণ্য সামগ্রী কোন দেশের, তা অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে”।
খসড়াটি মন্ত্রকের এই ওয়েবসাইট
https://consumeraffairs.gov.in/public/upload/admin/cmsfiles/whatsnews/Draft_Legal_Metrology_Packaged_Commodities_Second_Amendment_Rules2025_for_comments_from_stakeholders__reg_whatsnews.pdf থেকে পাওয়া যাবে। আগামী ২২ নভেম্বরের মধ্যে dirwm-ca[at]nic[dot]in, ashutosh.agarwal13[at]nic[dot]in, অথবা mk.naik72[at]gov[dot]in – এই ই-মেলগুলির মধ্যে যে কোনও একটিতে প্রয়োজনীয় পরামর্শ ও প্রস্তাব পাঠানো যাবে।
SC/CB/SB…
(रिलीज़ आईडी: 2188406)
आगंतुक पटल : 18