শিল্পওবাণিজ্যমন্ত্রক
লাতিন আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করছে ভারত
प्रविष्टि तिथि:
06 NOV 2025 8:40AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ নভেম্বর, ২০২৫
ভারত, লাতিন আমেরিকার অংশীদার দেশগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক আলোচনার দ্বিতীয় পর্যায় সম্পন্ন করেছে। এই অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ এবং বাণিজ্য সংযোগ গভীরতর করার যে অঙ্গীকার সরকার নিয়েছে, এর মধ্য দিয়ে তা প্রতিফলিত হয়েছে।
চলতি বছরের ৩ – ৫ নভেম্বর পেরুর লিমায় ভারত ও পেরুর মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নবম পর্ব সম্পন্ন হয়েছে। প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে পণ্য ও পরিষেবা ক্ষেত্রের বাণিজ্য, উৎপত্তির নিয়ম, বাণিজ্যে প্রযুক্তিগত বাধা, শুল্ক পদ্ধতি, বিরোধ নিষ্পত্তি এবং বিরল খনিজ সহ মূল বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।
সমাপ্তি অনুষ্ঠানে পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রী শ্রীমতী টেরেসা স্টেলা মেরা গোমেজ, বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী সিজার অগাস্টো লোনাসিলভা প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পেরু’তে ভারতের রাষ্ট্রদূত শ্রী বিশ্বাস বিধু সবকাল। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুগ্মসচিব ও প্রধান আলোচনাকারী শ্রী বিমল আনন্দ।
শ্রীমতী গোমেজ তাঁর বক্তব্যে এই আলোচনা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে পেরুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রস্তাবিত এই চুক্তি ভারত ও পেরুর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ আরও অনেক বাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভারতীয় রাষ্ট্রদূত সবকাল বলেন, প্রস্তাবিত এই চুক্তি বিরল খনিজ, ওষুধ, অটোমোবাইল, বস্ত্র ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন সুযোগ ও সম্ভাবনার সৃষ্টি করবে।
বকেয়া বিষয়গুলি নিয়ে পরবর্তী পর্বের আলোচনা আগামী বছর জানুয়ারি মাসে নতুন দিল্লিতে হবে।
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2186966)
आगंतुक पटल : 24