রাষ্ট্রপতিরসচিবালয়
কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি
Posted On:
04 NOV 2025 1:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ নভেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (৪ নভেম্বর, ২০২৫) উত্তরাখণ্ডের নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের ২০তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন।
রাষ্ট্রপতি বলেন, যে কোনো দেশের বিকাশের ভিত্তি হল শিক্ষা ব্যবস্থা। সেজন্যই, শিক্ষা প্রণালী এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীর বৌদ্ধিক ও দক্ষতাভিত্তিক ক্ষমতায়নের পাশাপাশি তার মূল্যবোধও বিকশিত হয়ে ওঠে।
শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীকে স্বনির্ভর করে তোলার সঙ্গে সঙ্গে বিনয়ী এবং দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার যোগ্য করে তোলা – একথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের দিকটিতেও পড়ুয়াদের সবসময়ে চেতনায় থাকতে হবে। প্রান্তিক মানুষের সেবাই প্রকৃত ধর্ম।
ভারত বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বিকাশশীল এবং সরকার এক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে যেসব উদ্যোগ নিয়েছে, তাতে তরুণ প্রজন্মের সামনে অপার সম্ভাবনার দরজা খুলে গেছে বলে রাষ্ট্রপতি মনে করেন। এই সুযোগ গ্রহণের জন্য শিক্ষার্থীদের তৈরি করে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তব্যের মধ্যে পড়ে বলেও রাষ্ট্রপতির মন্তব্য।
দেশে গবেষণা, উদ্ভাবনামূলক উদ্যোগ এবং ঔদ্যোগিকতার প্রসার এই সময়ের দাবি বলেও তিনি মনে করিয়ে দেন। এক্ষেত্রে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
রাষ্ট্রপতি বলেন, হিমালয় প্রাণদায়ী সম্পদে সমৃদ্ধ। তার সংরক্ষণের দায়িত্ব প্রত্যেকের। এই দিশায় কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের প্রয়াস সাধুবাদযোগ্য। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও উদ্যোগী হতে হবে।
২০৪৭ নাগাদ ভারতকে উন্নত দেশের তালিকাভুক্ত করার উদ্যোগে শিক্ষা ব্যবস্থা এবং তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করিয়ে দেন রাষ্ট্রপতি।
এই অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি নৈনিতালে নয়না দেবী মন্দিরে প্রার্থনা করেন। কাইঞ্চি ধামে শ্রী নীম কারোলি বাবার আশ্রমও পরিদর্শন করেন তিনি।
রাষ্ট্রপতির ভাষণটির জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc2025114684401.pdf
SC/AC/SKD
(Release ID: 2186300)
Visitor Counter : 6