প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

হরিয়াণা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 01 NOV 2025 9:20AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ নভেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়াণা দিবস উপলক্ষে হরিয়াণার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রী মোদী বলেছেন যে হরিয়ানা সর্বদা তার কৃষকদের অক্লান্ত পরিশ্রম, তার সৈন্যদের অতুলনীয় বীরত্ব এবং তার যুবসমাজের অসাধারণ কৃতিত্বের মাধ্যমে জাতির জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তিনি রাজ্যের সকল নাগরিকের সুখ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, যা উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে।

এক্স -হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন;
"হরিয়াণা দিবস উপলক্ষে রাজ্যের সকল বাসিন্দাকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের কৃষক ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রম, আমাদের সৈন্যদের অতুলনীয় বীরত্ব এবং আমাদের যুবকদের আশ্চর্যজনক প্রদর্শণের মাধ্যমে এই ঐতিহাসিক ভূমি সমগ্র জাতির জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে। এই বিশেষ উপলক্ষে, যখন এই রাজ্যটি দ্রুত অগ্রগতির পথে এগিয়ে চলেছে, আমি সকলের সুখ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।"

 

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2185144) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam