স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ 'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষ পদক ২০২৫'-এ সম্মানিত সকল পুলিশ কর্মীদের অভিনন্দন জানিয়েছেন
Posted On:
31 OCT 2025 7:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ অক্টোবর ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ 'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষ পদক ২০২৫'-এ সম্মানিত সকল পুলিশ কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
এক্স মাধ্যমে এক পোস্টে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন যে, "'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষ পদক ২০২৫'-এ সম্মানিত সকল পুলিশ কর্মীদের অভিনন্দন। বিশেষ অভিযান, তদন্ত, গোয়েন্দা ও ফরেনসিক বিজ্ঞানে অননুকরণীয় মান স্থাপন করে, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, সিএপিএফ এবং সিপিসি-এর কর্মীরা আমাদের দেশকে আরও দৃঢ় এবং সুরক্ষিত করতে অবদান রেখেছেন। সাহস, প্রতিশ্রুতি এবং নিবেদিতপ্রাণ সেবাকে সম্মান জানাতে স্বরাষ্ট্রমন্ত্রকের ২০২৪ সালে চালু করা এই পুরস্কার আরও বেশি মানুষকে দেশসেবার পথে চলতে অনুপ্রাণিত করবে।"
SC/PM/AS
(Release ID: 2185101)
Visitor Counter : 3