প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ তাঁর ভাষণের কিছু অংশ সকলের সঙ্গে ভাগ করেছেন

Posted On: 31 OCT 2025 10:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ অক্টোবর ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ তাঁর ভাষণের কিছু অংশ সকলের সঙ্গে ভাগ  করে নিয়েছেন।

এক্স মাধ্যমে পৃথক বার্তায় শ্রী মোদী বলেন;

“নতুন দিল্লিতে আন্তর্জাতিক  আর্য মহাসম্মেলনে আর্য সমাজের  অনুষ্ঠানে ঐতিহ্য ও ইতিহাসকে সাক্ষী হতে পেরে এক নতুন শক্তি ও প্রেরণায় পূর্ণ হয়েছি।”

 “ আর্য সম্মেলনে আমাদের মেয়েদের সংস্কৃত ভাষায় আধ্যাত্মিক মন্ত্র পাঠ সকলকে মুগ্ধ করেছে।”

“ মহর্ষি দয়ানন্দ’জি-র ২০০ বছরের জন্ম জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে ২০০ টাকার বিশেষ মুদ্রা ও আর্য সমাজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ করতে পেরে আমি গৌরবান্বিত বোধ করছি।”

“ আর্য সমাজ প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান কেবলমাত্র সমাজের একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত নয় বরং সমাজ সংস্কারের গৌরবময় অধ্যায়কে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার মহান ঐতিহ্যের প্রতীক।”

“ মহর্ষি দয়ানন্দ সরস্বতী’জি এমন এক মহান ব্যক্তিত্ব যিনি পরাধীনতার সময়ে জাতীয় চেতনা আরও একবার জাগ্রত করেছিলেন। তিনি জানতেন ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে অস্পৃশ্যতা, ভেদাভেদ, অশিক্ষার মত শৃঙ্খলগুলি থেকে মুক্ত হতে হবে।” 

“আমাদের নারীশক্তি বর্তমানে যেভাবে কিছু কিছু ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে তা দেশে নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে। এই থেকে প্রমাণিত হয় যে ভারত কেবল সঠিক পথে এগিয়ে চলেছে তা-ই নয়, স্বামী দয়ানন্দ’জীর স্বপ্নও পূরণ করছে।”

“বর্তমানে দেশ আবার “স্বদেশী-র দায়িত্ব গ্রহণ করেছে। এই উপলক্ষে আর্য সমাজকে আমার বিশেষ অনুরোধ ….।”

 


SC/PM/AS


(Release ID: 2185097) Visitor Counter : 3