বিদ্যুৎমন্ত্রক
বিদ্যুৎ ক্ষেত্রে ভারত-নেপাল সহযোগিতা নিবিড়তর: নেপালের বিদ্যুৎ মন্ত্রী কুলমান ঘিসিং দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল-এর সঙ্গে
प्रविष्टि तिथि:
29 OCT 2025 12:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ অক্টোবর, ২০২৫
নেপালের বিদ্যুৎ, জলসম্পদ ও সেচ মন্ত্রী কুলমান ঘিসিং আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে কথা হয়।
আলোচনায় নেপালে জলবিদ্যুৎ প্রকল্পগুলির কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় ওঠে। সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ বাণিজ্যের প্রসার, জ্বালানি সুরক্ষা মজবুত এবং দূষণমুক্ত জ্বালানির উৎসের সংযুক্তির প্রসারে দুই পক্ষ আঞ্চলিক গ্রিড সংযোগ প্রয়াস নিয়ে বিশদে আলোচনা করে।
দুই মন্ত্রীর উপস্থিতিতে ভারতের মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার গ্রিডের সঙ্গে নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটি যৌথ উদ্যোগ ও শেয়ার হোল্ডার সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় যৌথ উদ্যোগের সূচনা করতে নেপাল এবং ভারতে একটি করে সংস্থা গড়ে তোলা হবে। এর ফলে সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ পরিবহণ পরিকাঠামোর উন্নতি হবে।
এর আওতায় যেসব বিদ্যুৎ পরিবহণ করিডর গড়ে তোলা হবে তাতে ভারত ও নেপালের মধ্যে বিদ্যুৎ বিনিময় বাড়বে, আঞ্চলিক জ্বালানি সুরক্ষা মজবুত হবে, গ্রিডের স্থিতিস্থাপকতা বাড়বে এবং দুই দেশেই সুস্থিত অর্থনৈতিক বিকাশের পথ প্রশস্ত হবে।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2183781)
आगंतुक पटल : 23