প্রতিরক্ষামন্ত্রক
কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বাদশ পরিবর্ধিত বৈঠকে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী
Posted On:
29 OCT 2025 10:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৫
কুয়ালালামপুরে পয়লা নভেম্বর আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বাদশ পরিবর্ধিত বৈঠকে (এডিএমএম – প্লাস) যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। আসিয়ান – এর সদস্য দেশগুলির পাশাপাশি, অংশীদার দেশগুলিরও প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। এডিএমএম – প্লাস এর ১৫ বছর এবং আগামী দিনের রূপরেখা শীর্ষক অধিবেশনে ভাষণ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী। এই বৈঠকের আগের দিন ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে আসিয়ান – ভারত প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক। সেখানে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি’তে ঐ দেশগোষ্ঠীর ভূমিকা নিয়েও আলোচনা হবে।
দু’দিনের সফরে প্রতিরক্ষা মন্ত্রী এডিএমএম – প্লাস দেশগোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
এডিএমএম আসিয়ান – এর বৃহত্তম প্রতিরক্ষা সহযোগিতা মঞ্চ। এডিএমএম – প্লাস এ আসিয়ান – এর দেশগুলি ছাড়াও রয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
ভারত, আসিয়ান – এর ডায়ালগ পার্টনার হিসেবে যোগ দেয় ১৯৯২ সালে। এডিএমএম – প্লাস এর প্রথম বৈঠক হয় ২০১০ সালের ১২ অক্টোবর ভিয়েতনামের হ্যানয়ে।
এডিএমএম – প্লাস এর গঠনতন্ত্রের আওতায় ২০২৪ – ২৭ সময়কালে ভারত মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবাদ বিরোধী কর্মীগোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্বে রয়েছে। আসিয়ান – ভারত মেরিটাইম এক্সারসাইজের দ্বিতীয় পর্ব ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা।
SC/AC/SB
(Release ID: 2183709)
Visitor Counter : 6