শিল্পওবাণিজ্যমন্ত্রক
বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক ইউরোপীয়ান কমিশনারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করলেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল
प्रविष्टि तिथि:
29 OCT 2025 9:31AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৫
২৬ – ২৮, অক্টোবর, ২০২৫ ব্রাসেলস সফরে বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক ইউরোপীয়ান কমিশনার মার্কোস সেফোকভিচের সঙ্গে ভারত – ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করলেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। এই চুক্তি নিয়ে চলতি আলোচনায় উঠে আসা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেনে।
২০২৫ – এর মধ্যেই এই চুক্তি সম্পাদনে আগ্রহী দু’পক্ষ। এ বছর ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লেওনের নতুন দিল্লি সফরের সময়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এই বিষয়ে মতৈক্য হয়।
ব্রাসেলসের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক নানা বিধি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। শ্রমনিবিড় ক্ষেত্রগুলিতে বাণিজ্যে ভারতের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করা জরুরি বলে বাণিজ্য ও শিল্প মন্ত্রী জানিয়েছেন। ইস্পাত, গাড়ি সহ আরও নানা ক্ষেত্রে বাণিজ্যের বিষয়ে আরও আলোচনার প্রয়োজন বলে দু’পক্ষই মনে করে।
উল্লেখ্য, বাণিজ্য বিষয়ক মহানির্দেশকের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল আগামী সপ্তাহেই ভারতে আসছে।
SC/AC/SB…
(रिलीज़ आईडी: 2183708)
आगंतुक पटल : 20