সারওরসায়নমন্ত্রক
২০২৫-২৬ রবি মরশুমের জন্য ফসফেট ও পটাশ সারে ভর্তুকি অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Posted On:
28 OCT 2025 3:07PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৮ অক্টোবর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ রবি মরশুম ২০২৫-২৬ (০১.১০.২০২৫ থেকে ৩১.০৩.২০২৬ পর্যন্ত)-এর জন্য ফসফেট ও পটাশ সারের ওপর পুষ্টি-ভিত্তিক ভর্তুকি অনুমোদিত হয়েছে। এর জন্য আনুমানিক বাজেট ধরা হয়েছে ৩৭,৯৫২.২৯ কোটি টাকা। ২০২৫-এ খরিফ মরশুমে বরাদ্দ বাজেটের থেকে এটি ৭৩৬ কোটি টাকা বেশি।
ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার সহ ফসফেট ও পটাশজাত সারে এই ভর্তুকি প্রদান করা হবে।
এই ভর্তুকি প্রদানের ফলে কৃষকরা কম দামে উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। ০১.০৪.২০১০ থেকে পুষ্টি ভিত্তিক ভর্তুকি প্রদান করে আসছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে সার উৎপাদক/ আমদানিকারকদের মাধ্যমে সরকার ডিএপি সহ ২৮ ধরনের ফসফেট ও পটাশজাত সারে পুষ্টি-ভিত্তিক ভর্তুকি দিয়ে থাকে।
SC/MP/CS…
(Release ID: 2183424)
Visitor Counter : 10