স্বরাষ্ট্র মন্ত্রক
নাগাল্যান্ডে এসডিআরএফ - এর জন্য কেন্দ্রীয়ভাগের দ্বিতীয় দফার ২০ কোটি টাকা অনুমোদনের অগ্রিম ছাড়পত্র দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী
Posted On:
28 OCT 2025 4:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ২০২৫ – ২৬ এর জন্য নাগাল্যান্ডে এসডিআরএফ – এর জন্য কেন্দ্রীয়ভাগের দ্বিতীয় দফার ২০ কোটি টাকার অগ্রিম ছাড়পত্রের অনুমোদন দিয়েছেন। এ বছর দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বর্ষণজনিত ভূমিধস, হড়পা বানে ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে ত্রাণ সাহায্য পৌঁছতে রাজ্যকে এই সাহায্য দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশিত পথে কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ে রাজ্য সরকারগুলির পাশে থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে আসছে।
২০২৫-২৬ অর্থ বছরে কেন্দ্রীয় সরকার ২৭টি রাজ্যকে এসডিআরএফ – এর অধীন ইতোমধ্যেই ১৫ হাজার ৫৫৪ কোটি টাকা দিয়েছে এবং এনডিআরএফ – এর অধীন ১৫টি রাজ্যকে ২২৬৭.৪৪ কোটি টাকা দিয়েছে। এছাড়াও, রাজ্য দুর্যোগ প্রশমন তহবিল (এসডিএমএফ) থেকে অতিরিক্ত ৪৫৭১.৩০ কোটি টাকা ২১টি রাজ্যকে এবং জাতীয় দুর্যোগ প্রশমন তহবিল (এনডিএমএফ) – এ ৯টি রাজ্যকে ৩৭২.০৯ কোটি টাকা দেওয়া হয়েছে।
এছাড়াও, কেন্দ্রীয় সরকার যাবতীয় লজিস্টিক সহায়তা প্রদান করেছে। যার মধ্যে রয়েছে – প্রয়োজনীয় এনডিআরএফ দল মোতায়েন ছাড়াও সেনাদল এবং আকাশভাঙা বৃষ্টি, ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে বায়ু সেনার সাহায্য। এ বছর বর্ষায় এনডিআরএফ – এর সর্বোচ্চ ১৯৯টি দল ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজে মোতায়েন করা হয়।
SC/AB/SB
(Release ID: 2183386)
Visitor Counter : 6