উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভারতের উপ-রাষ্ট্রপতি বৈদ্যুতিন, তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে অবহিত হলেন

Posted On: 24 OCT 2025 8:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ অক্টোবর ২০২৫ 

 

কেন্দ্রীয় রেল, বৈদ্যুতিন, তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী জিতীন প্রসাদ আজ সংসদ ভবনে ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে, ভারতের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং দেশের তথ্য ও যোগাযোগ বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে বৈদ্যুতিন, তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মূল উদ্যোগ, সাফল্য এবং ভবিষ্যৎ পথচিত্র সম্পর্কে উপ-রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

একটি ডিজিটালভাবে ক্ষমতায়িত, উদ্ভাবন-চালিত এবং তথ্য-সচেতন সমাজ গঠনে রূপান্তরমূলক অবদানের জন্য উপ-রাষ্ট্রপতি উভয় মন্ত্রকের প্রশংসা করেন। তিনি টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিকে উদীয়মান সফটওয়্যার এবং উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব এবং ডিজিটাল কন্টেন্ট তৈরিতে উদ্ভাবন প্রচারের উপরও জোর দেন।


*****

SSS/SB/DM


(Release ID: 2182423) Visitor Counter : 3