শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ ও শিল্প মন্ত্রী মিঃ জেভিয়ার বেটেল এবং জার্মান শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করলেন

Posted On: 24 OCT 2025 12:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২৫ 

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ ও শিল্প মন্ত্রী মিঃ জেভিয়ার বেটেলের সঙ্গে দেখা করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি, দ্বিপাক্ষিক শিল্প - বাণিজ্য আরও  মজবুত করার পন্থাপদ্ধতি নিয়ে আলাপ-আলোচনা করেন। লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথাবার্তা হয়।

শ্রী গোয়েল অগ্রণী জার্মান সংস্থাগুলির সিইও-দের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন। আলোচনায় প্রতিরক্ষা, জ্বালানি, উদীয়মান প্রযুক্তি ও পরিবহণের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ও জার্মান সংস্থাগুলির সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কথা হয়। জার্মান ব্যবসায়ীরা ভারতে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেন।

শ্রী গোয়েল আজ বার্লিন গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণ করবেন। প্রথম সারির বিভিন্ন জার্মান ব্যবসায়ী ও বণিক সংগঠনের সঙ্গে বৈঠকের কর্মসূচিও তাঁর রয়েছে। 
*******

 

SSS/SD/SB


(Release ID: 2182229) Visitor Counter : 6