অর্থমন্ত্রক
ব্যাঙ্কিং বিধি (সংশোধনী) আইন ২০২৫ – এর আওতায় মনোনয়ন সংক্রান্ত মূল সংস্থানগুলি পয়লা নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে
Posted On:
23 OCT 2025 12:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৫
ব্যাঙ্কিং বিধি (সংশোধনী) আইন ২০২৫ – এর আওতায় মনোনয়ন সংক্রান্ত মূল সংস্থানগুলি পয়লা নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। চলতি বছরের ১৫ এপ্রিল এই সংশোধনী আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর মধ্যে পাঁচটি আইনের মোট ১৯-টি সংশোধনী রয়েছে – রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন ১৯৩৪, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন ১৯৪৯, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন ১৯৫৫ এবং ব্যাঙ্কিং কোম্পানি (অধিগ্রহণ ও স্বত্ত্ব হস্তান্তর) আইন ১৯৭০ এবং ১৯৮০।
এই সংস্থানগুলির মূল বৈশিষ্ট্য হ’ল –
একাধিক মনোনয়ন – গ্রাহকরা চারজন পর্যন্ত ব্যক্তিকে মনোনয়ন করতে পারবেন। এরফলে, দাবি নিষ্পত্তি সহজ হবে।
জমা অ্যাকাউন্টের মনোনয়ন – গ্রাহকরা একযোগে বা ধারাবাহিকভাবে তাঁদের পছন্দ অনুসারে মনোনয়ন করতে পারেন।
লকারের ক্ষেত্রে মনোনয়ন – এক্ষেত্রে শুধুমাত্র ধারাবাহিক মনোনয়ন করা যাবে।
একযোগে মনোনয়ন – গ্রাহকরা চারজন পর্যন্ত ব্যক্তির মনোনয়ন করতে পারেন এবং তাঁদের ভাগ নির্দিষ্ট করে দিতে পারে।
পরবর্তী মনোনয়ন – নিরাপদ হেফাজত বা লকারে থাকা বস্তু সামগ্রীর জন্য গ্রাহকরা চারজন পর্যন্ত মনোনয়ন করতে পারেন।
এই সংস্থানগুলির ফলে, গ্রাহকরা তাঁদের পছন্দ অনুযায়ী মনোনয়নের ক্ষেত্রে নমনীয়তা পাবেন। সেইসঙ্গে, স্বচ্ছতা সুনিশ্চিত হবে এবং দাবি নিষ্পত্তি সহজ হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তির লিঙ্কগুলি হ’ল –
· Gazette Notification S.O. 4789 (E) dated 22.10.2025 https://egazette.gov.in/(S(ez1raoliuesdpfg0gurwb5uo))/ViewPDF.aspx
· Link for Gazette Notification dated 15th April 2025
https://financialservices.gov.in/beta/sites/default/files/2025-05/Gazettee-Notification_1.pdf
· Link for Gazette Notification S.O. 3494(E) dated 29th July 2025: https://egazette.gov.in/WriteReadData/2025/265059.pdf
· Link for earlier PIB release dated 30th July 2025:http://https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150371
******
SSS/SD/SB…
(Release ID: 2181836)
Visitor Counter : 11