অর্থমন্ত্রক
ডিআরআই ‘অপারেশন ফায়ার ট্রেইল’ অভিযানে নব সেবা বন্দর থেকে চোরা চালান হওয়া ৪৬,৬৬০-টি আতশবাজি আটক করেছে, যার মূল্য ৪ কোটি ৮২ লক্ষ টাকা
Posted On:
20 OCT 2025 4:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৫
‘অপারেশন ফায়ার ট্রেল’ – এ বড় মাপের চোরাচালান কৌশল ব্যর্থ করে এক বিরাট সাফল্য অর্জন করল রাজস্ব তদন্ত আধিকারিক দপ্তর (ডিআরআই)। অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে আমদানী হওয়া চীনে তৈরি আতশবাজি আটক করা হয়েছে।
এই অভিযানে ডিআরআই আধিকারিকরা নব সেবা বন্দরে ৪০ ফুট একটি কন্টেনারকে আটক করে। চীন থেকে এটি আইসিডি আঙ্কেলেশ্বরের উদ্দেশ্যে পাঠানো। কন্টেনারের উপর লেখা ছিল লেগিংস। বিস্তারিত অনুসন্ধানের পর দেখা যায়, ৪৬ হাজার ৬৪০-টি আতশবাজি নানা আস্তরণে জড়ানো। এর সার্বিক মূল্য ৪ কোটি ৮২ লক্ষ টাকা। আধিকারিকরা এগুলি আটক করেছেন।
বেআইনি এই বাজি আটকের পর, বিস্তারিত অনুসন্ধানে দেখা যায় যে, এই চোরা চালানের সঙ্গে জড়িত রয়েছে একটি সিন্ডিকেট। গুজরাটের ভেরাবল থেকে মূলচক্রীকে আটক করা হয়েছে।
বৈদেশিক বাণিজ্য নীতিতে আতশবাজি আমদানি আইটিসি (এইচসি) শ্রনি নিয়ন্ত্রিত। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ডিরেক্টরেট জেনারেল থেকে এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন থেকে বিশেষ অনুমতির প্রয়োজন হয়।
এই জাতীয় আতশবাজি জন সুরক্ষার পাশাপাশি, জাতীয় সুরক্ষা এবং বন্দরের পরিকাঠামোকে বিঘ্নিত করতে পারে। সেইসঙ্গে, জাহাজ চলাচল এবং লজিস্টিক শৃঙ্খলকে বিঘ্ন ঘটাতে পারে। সেদিকে নজর দিয়েই এই জাতীয় চোরা চালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
*****
SSS/AB/SB
(Release ID: 2181140)
Visitor Counter : 11