প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

লেফটেন্যান্ট জেনারেল সি জি মুরলীধরন মেডিকেল সার্ভিসেস (সেনাবাহিনী)-এর মহানির্দেশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন

Posted On: 18 OCT 2025 6:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০২৫

 

লেফটেন্যান্ট জেনারেল সি জি মুরলীধরন মেডিকেল সার্ভিসেস (সেনা)-এর মহানির্দেশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাধনা এস নায়ার, এভিএসএম, ভিএসএম-এর স্থলাভিষিক্ত হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল সাধনা এস নায়ার চার দশকেরও বেশি সময় ধরে দেশের প্রতি অসাধারণ সেবা প্রদানের পর ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন।

পুনের মর্যাদাপূর্ণ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি)-এর প্রাক্তন ছাত্র লেফটেন্যান্ট জেনারেল মুরলীধরন ১৯৮৭ সালে আর্মি মেডিকেল কোরে কমিশন লাভ করেন। একজন বিখ্যাত রেডিওলজিস্ট হিসেবে, জেনারেল অফিসারের এক উজ্জ্বল কর্মজীবন যাপন করেন তিনি। তিনি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।

সেনাবাহিনীর চিকিৎসা পরিষেবার প্রধান হিসেবে, লেফটেন্যান্ট জেনারেল মুরলীধরন কর্মরত কর্মী, প্রবীণ কর্মীদের জন্য সামগ্রিক চিকিৎসা সেবা নিশ্চিত করার উপর মনোনিবেশ করবেন। ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রযুক্তিগত অগ্রগতি এবং আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রেক্ষাপটে অগ্রণী চিকিৎসা প্রতিষ্ঠানগুলির চিকিৎসা প্রস্তুতি জোরদার করা তার প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে থাকবে।

তাঁর নেতৃত্বে, আর্মি মেডিকেল কর্পস সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য তার দৃঢ় প্রতিশ্রুতি বজায় রাখবে এবং মহৎ নীতিবাক্য - "সর্বে সন্তু নিরাময়" - সকলের জন্য স্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করবে।
****

 

SSS/PM/NS…


(Release ID: 2180992) Visitor Counter : 5